জাতির প্রমাণপত্র নিয়ে কংগ্রেসি দালালদের দৌরাত্ম্য বন্ধ : মণ্ডল সভাপতি সুব্রত
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : জাতির প্রমাণপত্র তৈরির নামে কংগ্রেসি দালালদের দৌরাত্ম্য সম্পূর্ণ বন্ধ হয়েছে বিজেপি সরকারের আমলে। সার্টিফিকেটের নামে এখন আর আগের মতো সাধারণ মানুষকে ঠকিয়ে বাঁকাপথে অর্থ উপার্জন করা কিংবা দালালির কোন সুযোগ নেই, কারণ শাসন ক্ষমতায় রয়েছে রাষ্ট্রবাদী দল বিজেপির সরকার। আর এই সরকার দুর্নীতিবাজদের কখনোই ছেড়ে কথা বলে না। রবিবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল কমিটির সহযোগিতায় মহাদেবপুর গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেন নবনিযুক্ত মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী ।
কাটিগড়ার মহাদেবপুরে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা______
এদিন বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী সভায় পৌরহিত্য করেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর অনুসূচিত জাতিভুক্ত লোকদের উন্নয়নে বিভিন্ন জনহিতকর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই সব প্রকল্পের সুবিধা ভোগ করতে সকলের জন্য জাতির প্রমাণপত্র সুনিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি শাসিত এসসি ডেভেলাপমেন্ট বোর্ড, একথা জানান সুব্রত চক্রবর্তী।
এদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস বলেন, বিজেপি সরকার সকল জাতির সমউন্নয়নে কাজ করছে, আর কংগ্রেস দেশে বিভাজনের রাজনীতি করে সমাজকে বিভ্রান্ত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। নীহাররঞ্জন দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবল নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বকে পথ দেখাচ্ছে। বিশ্বের তাবড় তাবড় নেতারা নরেন্দ্র মোদিকে সমীহ করেন, আর নরেন্দ্র মোদির মতামত ছাড়া আজকাল আন্তর্জাতিক স্তরে কোন সিদ্ধান্ত হয় না। এটাই পরিবর্তনশীল ভারত। নরেন্দ্র মোদিই হচ্ছেন আধুনিক ভারতের রূপকার, মন্তব্য করেন নীহার। তিনি তার বক্তব্যে কংগ্রেসের অপশাসন ও বিজেপি সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনি বলেন, কংগ্রেসের সত্তর বছরের শাসনে দেশে যে উন্নয়ন হয়েছে তার তুলনায় বিগত নয় বছরে বিজেপির শাসনকালে তার চেয়েও অনেক বেশি উন্নয়ন হয়েছে। তিনি বলেন, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর সমাজের পিছিয়ে পড়া তপশিলি সমাজের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তপশীলিদের আর্থ সামাজিক বিকাশ ত্বরান্বিত করতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান নীহার। তিনি বলেন এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের উদ্যোগে এটা ছিল ৪২ তম কর্মশালা।
উল্লেখ্য এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি এসসি মোর্চার কাছাড় জেলা সম্পাদক অনিল দাস, মহাদেবপুর জিপি সভাপতি রাজীব চন্দ, এসসি মোর্চার জেলা সোস্যাল মিডিয়া ইনচার্জ অরবিন্দ দাস, পতন বৈষ্ণব প্রমুখ। এদিন প্রায় তিন শতাধিক লোককে সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস।