দোকানে অগ্নি সংযোগ! অভিযোগ মণ্ডল সভাপতির

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৭ মে : গভীর রাতে আগুনে ভষ্মিভুত হলো দুটি দোকান। কে বা কারা দোকানে আগুন সংযোগ করেছেন বলে অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতির। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার। কাটিগড়া ফায়ার সার্ভিসের অক্লান্ত প্রচেষ্টায় পার্শ্ববর্তী বাকি দোকান সহ বৃহত্তর এলাকা রক্ষা পেলেও সাহারুল আলম লস্কর ওরফে বাবুল এবং মুজাক্কির হুসেন চৌধুরীর দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।কম্পিউটার, জেরক্স মেশিন, লেপটপ, ইনভারটার সহ বহু মুল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

দোকানে অগ্নি সংযোগ! অভিযোগ মণ্ডল সভাপতির

রাত সাড়ে বারোটা নাগাদ আগুনের শিখা দেখতে পান বিজেপি কাটিগড়া মন্ডল সভাপতি বিশলাক্ষ দেব ও বাজারেরই বাসিন্দা টুলটুল দেব। তাঁরা পাশেই থাকা ফায়ার সার্ভিসে খবর দেন। ছুটে আসেন কাটিগড়া থানার ওসি সহ অন্যান্য কর্মীরা। ফায়ার সার্ভিস থেকে মাত্র একশো মিটার দূরবর্তী কাটিগড়া সার্কল অফিসের গেটের উল্টো দিকে থাকা দোকানে আগুন নেভাতে সক্ষম হতে পারেনি। যাইহোক, দুটি দোকানের সামগ্রী ভস্মীভূত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজেপি সভাপতি সহ অন্যান্যদের অভিযোগ পশ্চিম দিক থেকে পূর্বদিকে যাওয়া একটি অল্টো গাড়ি থেকে আগুন সংযোগ করা হয়েছে। পর মুহূর্তেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে অল্টো গাড়িটি। কি কারণে ওই অল্টো গাড়ি থেকে অগ্নি সংযোগ করা হয়েছে? এনিয়ে জোর চর্চা চলছে কাটিগড়ায়।

Author

Spread the News