সোনাইয়ে মজিদ মামুর বার্ষিক উরুস সম্পন্ন
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : শাহ মজিদ মামুর ৪৩ তম বার্ষিক উরুস মহফিল অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার রাতে সোনাইর মাঝিরগ্রামের মোকাম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাগরিবের পর থেকে কিরাত, গজল, হামদ, নাতে রসুল পরিবেশন করা হয়। এশার নামাজের পর শুরু হয় মুল অনুষ্ঠান।
মোকাম কমিটির সভাপতি মজিবুর রহমান চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মওলানা মাবরুর আহমেদ বড়ভূইয়া (ভাগাডহরি)। তিনি সংক্ষিপ্ত বয়ান করে মোনাজাত করেন। রাত সাড়ে নয়টা থেকে আমন্ত্রিত বক্তা মওলানা এনামুল হক (করিমগজ্ঞ) ও মওলানা কারি নজরুল ইসলাম (করিমগঞ্জ) রাখেন। মিলাদ মহফিলের পর মোনাজাতের মাধ্যমে রাত বারোটার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিন সন্ধ্যা থেকে কাতারে কাতারে লোকজন মোকামমুখী হতে দেখা গেছে। অসংখ্য মহিলা কে রাতে মোকামে উপস্থিত থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, অনুষ্ঠান আমন্ত্রিত মুখ্য অতিথি বাংলাদেশের উমর ফারুক সিদ্দিকি অনুষ্ঠানে আসতে পারেননি।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।