১৪ নভেম্বর : বিহারের আলিনগর বিধানসভা কেন্দ্রে নিরঙ্কুশ জয় পেলেন বিজেপি প্রার্থী তথা জনপ্রিয় কণ্ঠশিল্পী মৈথিলী ঠাকুর। আরজেডি প্রার্থীকে ১১ হাজারেরও বেশি ভোটে পরাস্ত করে বিজয়ী হন তিনি।
বিহারের লোকসঙ্গীতজগতের সুপরিচিত মুখ মৈথিলী ঠাকুর। রাজনীতিতে প্রথমবার পা রাখায় তাঁকে অনেকেই ‘নতুন মুখ’ হিসেবে দেখেছিলেন। তবে ভোটের লড়াইয়ে সেই ধারণা ভুল প্রমাণিত করলেন তিনি।
২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এক বলিষ্ঠ প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করে আরজেডির প্রবীণ নেতা বিনোদ মিশ্রকে ১১ হাজারেরও বেশি ভোটে হারাতে সক্ষম হন মৈথিলী। এদিন বিহারের কনিষ্ঠতম বিধায়িকা হিসেবেও পরিচিতি পেলেন তিনি।
২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন মৈথিলী। সংগীতময় পরিবেশে বড় হওয়া মৈথিলী বাবার কাছ থেকে ও ভাইয়ের সঙ্গে শাস্ত্রীয় এবং লোকসঙ্গীতের পাঠ নেন।
২০১৭ সালে টেলিভিশনের ‘রাইজিং স্টার’ রিয়েলিটি শো-তে রানার্স আপ হয়ে প্রথমবার জাতীয় স্তরে পরিচিতি পান তিনি। এরপর ভাইদের সঙ্গে বহু ভক্তিমূলক ও লোকগান রেকর্ড করে জনপ্রিয়তা বাড়ান। সামাজিক মাধ্যমে তাঁর রয়েছে লক্ষাধিক অনুসারী।


