ইন্ডিয়ান আইডলে শিলচরের মৈথিলী
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দীর্ঘদিনের খরা কাটিয়ে গানের জগতে এবার সর্বভারতীয় মঞ্চে ফের শিলচরের নাম উঠে এসেছে। আর এর সরাসরি কৃতিত্ব আদায় করে নিয়েছেন শিলচরের মেয়ে মৈথিলী সোম। স্মর্তব্য যে, এ রকমই গানের আসর মাত করে “ভারতকণ্ঠ” শিরোপা লাভ করেছিলেন শিলচরের দেবজিৎ সাহা। ২০০৫ সালে জি-টিভির প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে “ভারতকণ্ঠ” হন দেবজিৎ। এরপর ১৭ বছর টানা খরা চলছিল। সর্বভারতীয় মঞ্চে বরাকের ভাগ্যে এমন স্বীকৃতি তেমন আর আসেনি। সেই খরা কাটিয়ে আরেক শিল্পী দৃপ্ত ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছেন মৈথিলী। ১৪-১৫ অক্টোবর সোনি চ্যানেল ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে প্রথমবারের মতো শিলচরের মেয়ে মৈথিলী সোম অংশগ্রহণ করবেন।
শহর শিলচরের অজিতকুমার সোম ও মঞ্জু সোমের নাতনি এবং দেবজিৎ সোমের মেয়ে মৈথিলী। দেবজিতবাবু সপরিবারে সাউথ আফ্রিকার বাসিন্দা ছিলেন। বর্তমানে সপরিবারে রয়েছেন মায়ানগরী মুম্বইয়ে। মৈথিলী বহু বছর ধরেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে কর্মরত। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে খুব কম বয়সেই তাঁর প্রতিভার পরিচয় দিয়েছেন। তাঁর সঙ্গীতচর্চা বা সাধনা এবং পরিশ্রমের ফলস্বরূপ অর্জন করেছেন প্রচুর সুনাম। ইতিমধ্যে ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী কৈলাশ খেরও মৈথিলীকে দিয়ে হিন্দি গানের অ্যালবামে গান করিয়েছেন।
মৈথিলী বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন। মেয়ে যাতে গান নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, সে জন্য তার বাবা সপরিবারে মুম্বই ফিরে এসেছেন। শনি ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) সোনি চ্যানেল ইন্ডিয়ান আইডলে মৈথিলীর সঙ্গে থাকতে পরিবারের তরকে সঙ্গীতপ্রেমীদের কাছে আহ্বান জানিয়েছেন তাঁর বাবা দেবজিৎ সোম।