মদ, তীর, জুয়ার বিরুদ্ধে ধোয়ারবন্দে মিছিল মহিলা সংগ্রাম কমিটির

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ধোয়ারবন্দ অঞ্চলে মদ ও মাদকদ্রব্য বিক্রয়, তীর, জুয়া ইত্যাদি আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ করতে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মিছিল বের করে মদ ও মাদকদ্রব্য বিরোধী মহিলা সংগ্রাম কমিটি। মদ ও মাদকদ্রব্য বিরোধী স্লোগানে মুখরিত হয়ে মহিলারা ধোয়ারবন্দ বাজার থেকে বের হওয়া বিশাল মিছিল ধোয়ারবন্দ থানায় হাজির হয়। এই দাবি সম্বলিত এক স্মারকপত্র থানার ওসির হাতে তুলে দেওয়া হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে বিভা দেব পুরকায়স্থ, পুণম যাদব, সম্পা দে- প্রমুখ।

স্মারকপত্র প্রদান করে তাঁরা বলেন, ধোয়ারবন্দ এলাকায় সম্প্রতি মদ, মাদক সহ অন্যান্য মাদকদ্রব্যের বিক্রয় ও তীর, জোয়া ইত্যাদির মাধ্যমে জনগণকে নিঃস্ব করার কুচেষ্টা অবাধে চলছে। এরফলে স্থানীয় বাসিন্দা এবং বিশেষ করে মহিলারা চরম অশান্তির সম্মুখীন হচ্ছেন। তাঁরা বলেন, মদ সহ অন্যান্য মাদকদ্রব্য সেবনের প্রতি পরিবারের পুরুষ সদস্য সহ ছাত্ররাও আসক্ত হচ্ছে। এরফলে তাঁদের পড়াশোনা সম্পূর্ণ ধ্বংস হচ্ছে এবং প্রতিটি পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করছে। অনেক ক্ষেত্রে মহিলারা মাদকাসক্ত স্বামীর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে।

মদ, তীর, জুয়ার বিরুদ্ধে ধোয়ারবন্দে মিছিল মহিলা সংগ্রাম কমিটির

এছাড়াও তীর, জুয়া ইত্যাদির প্রচলন মারাত্মকভাবে বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষজন এসব অসামাজিক কাজে লিপ্ত হয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে এবং তাঁদের পরিবারের সদস্যরা কার্যতঃ অনাহারে দিনযাপনে বাধ্য হচ্ছে। মদ ও মাদকদ্রব্য বিরোধী মহিলা সংগ্রাম কমিটি, ধোয়ারবন্দ এর পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে মদ সহ অন্যান্য মাদকদ্রব্যের বিক্রয় বন্ধ করা এবং তীর, জুয়া সহ অন্যান্য অসামাজিক কাজ বন্ধের জোরালো দাবি জানানো হয়। তাঁরা তাদের দাবি মানা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।

Author

Spread the News