অসমে চলছে মাফিয়া রাজ : প্রিয়ঙ্কা গান্ধী
বরাক তরঙ্গ, ১ মে : “অসমে কোন সুশাসন চলছে না। এই রাজ্যে চলছে মাফিয়া রাজ। চলছে সুপারি, কয়লা, বালুর সিন্ডিকেট। ধুবড়িতে এসে নির্বাচনী জনসভায় বক্তব্যে এভাবেই রাজ্য সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেন, মোদি সরকার যতই উন্নয়নের কথা বলুক না কেন অসম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির শেকড় বহু দূর ছড়িয়ে পড়েছে। প্রতিবাদ করার কারও সাহস নেই। বুধবার ধুবড়ি কংগ্রেস দলের প্রার্থী রকিবুল হুসেইনের সমর্থনে ধুবড়ি জেলা কংগ্রেসের উদ্দ্যেগে জেলার বালজান অঞ্চলে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
সভায় প্রিয়ঙ্কা গান্ধী বলেন, বর্তমান সরকার মুখে বড় বড় কথা বললেও কাজেকাজ কিছু হয়নি। মধ্যবিত্ত মানুষের অবস্থা ভয়ঙ্কর। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে ভাবে বৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষ বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়েছে।
তিনি বলেন, অসমের এতো দুর্নীতি, কেলেঙ্কারি হচ্ছে অথচ কেন্দ্রীয় সরকার নির্বিকার। প্রিয়ঙ্কা গান্ধীর নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা, জিতেন্দ্র সিং, দক্ষিণ শালমারা বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরী, জেলা কংগ্রেসের সভাপতি আবেদুর জামান, রেকিবুদ্দিন আহমেদ সহ ধুবড়ি জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি। সভায় সভাপতিত্ব করেন আবেদুর জামান।