করিমগঞ্জের টিলাবাজারে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ খোঁজের

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : করিমগঞ্জ টিলাবাজার এলাকায় বিছানার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করল সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ শিলচর। রবিবার টিলাবাজারের অসহায় মানুষের মধ্যে  আনোয়ারা খান স্মৃতিতে তোষক, বালিশ, মশারি ও বেডকভার বিতরণ করা হয়। বণ্টন অনুষ্ঠানে করিমগঞ্জের দৈনিক নববার্তা প্রসঙ্গের কর্ণধার আবিদুর রহমান চৌধুরী, ডাক্তার আবুল হোসেন, প্রাক্তন শিক্ষক আতিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

করিমগঞ্জের টিলাবাজারে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ খোঁজের

এ ছাড়া খোঁজের পক্ষে উপ-সভাপতি কল্যাণকুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল লস্কর, সহসম্পাদক রেজওয়ান খান, ক্রীড়া সম্পাদক তাহেরা লস্কর ও সদস্য বাদশা লস্কর।  অতিথিরা খোঁজের কাজকর্মের  প্রশংসা করেন। 

করিমগঞ্জের টিলাবাজারে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ খোঁজের

Author

Spread the News