বাজেটে সবকিছু ঘোষণা করা অনেক সময় সম্ভব হয় না : মালভিয়া

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বিজেপির আইটি সেলের সর্বভারতীয় আহ্বায়ক অমিত মালভিয়া শিলচর সফরকালে সোমবার জেলা বিজেপির তরফে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার উন্নয়ন সহ ২০২৪-২৫ অর্থ বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করলেন তিনি।

অমিত মালভিয়া বলেন, উত্তর-পূর্বাঞ্চল সহ অসমকে যেসব অধিকার পাওয়ার কথা ছিল সেগুলো পায়নি এমন প্রচার চলছে। মোদির বাজেটে যে পরিকল্পনা  আগামীতে অসমের প্রত্যেকটি জায়গায় জনগণ দেখতে পাবেন। শুধু তাই নয় বরাক উপত্যকার জন্যও অনেক কিছু প্ল্যানিং স্টেজে রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অনেকবার সফর করেছেন এবং বরাকের বেসিক পরিকাঠামোর কথা তুলে ধরেছেন। “ইস্ট-ওয়েস্ট করিডোর” আগামী ২০২৬ এর মধ্যে সম্পন্ন করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। রেল এবং বিমান পরিসেবার মজবুত ও উন্নত  পরিকাঠামো নির্মাণের জোর কদমে প্রয়াস চালানো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা বরাক উপত্যকাকে এগিয়ে নিতে বাধা সৃষ্টি করছে,সেসব প্রত্যেকটি বিষয়ে কেন্দ্র সরকারের বিশেষ নজর রয়েছে। আগামীতে এসব সমস্যার স্থায়ী সমাধান হতেই গোটা উপত্যকা তীব্র গতিতে বিকাসের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অমিত মালভিয়া।

বাজেটে সবকিছু ঘোষণা করা অনেক সময় সম্ভব হয় না : মালভিয়া

বরাক উপত্যকা আগামীতে সেন্ট্রাল এশিয়া ও সাউথইস্ট এশিয়ার মুখ্য গেটওয়ে হওয়ার বিষয়টি অসম সরকার ও কেন্দ্র সরকারের জানা রয়েছে। এরজন্য যা কিছু করার প্রয়োজন তা সরকার করবে। বাজেট নিয়ে কথা বলতে গিয়ে অমিত মালভিয়া জানিয়েছেন, বাজেটে সবকিছু ঘোষণা করাটা অনেক সময় সম্ভবপর হয় না। কিন্তু অসমের বন্যার যা পরিস্থিতি রয়েছে তার জন্য যেসব সহায়তা প্রয়োজন তারজন্য কেন্দ্র সরকার পুরোপুরি প্রস্তুত। সামান্য সময়ে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্ট অথবা রিসোর্স অ্যাসিস্টেন্ট যাকিছুই প্রয়োজন সব প্রদান করবে ভারত সরকার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা সহ আসামের সমস্ত বিষয়ে লাগাতার চর্চা করছেন। দীর্ঘকালীন সময়ে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে ব্লুপ্রিন্টের কাজ চলছে বলেও জানিয়েছেন মালভিয়া। সাংবাদিক সম্মেলনে শিলচরের প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়, বিধায়ক দিপায়ন চক্রবর্তী, বিমলেন্দু রায় ও অভ্রজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News