সোনাইয়ে তিরঙ্গা যাত্রা বিজেপির

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৬ মে : অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে ধন্যবাদ জানাতে সোনাইয়ে বের হয়েছে তিরঙ্গা যাত্রা। শুক্রবার সোনাই বিধানসভা কেন্দ্রের  বিজেপির তিন মণ্ডল কমিটির যৌথ আহব্বানে সোনাই শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে পরিক্রমা করেন বিজেপি কর্মীরা। এতে উপস্থিত ছিলেন সোনাই মন্ডল বিজেপির সভাপতি অশোককুমার গোয়ালা, রামনগর মণ্ডলের সভাপতি লায়া সিংহ, গোবিন্দপুর মণ্ডলের সভাপতি হিমাংশু দাস, বিজেপির বর্ষীয়ান নেতা ভজন সেন, জেলা বিজেপির পক্ষে রাজেশ দাস, রামেশ্বর শর্মা, দিপুকুমার দাস, সুমন রায় সহ অন্যান্যরা।

এদিন এর আগে সোনাই মাল্টিপারপাস হলে সোনাই বিধানসভায় বিজেপি সমর্থিত গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সদস্য পদে নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া দক্ষিণ মোহনপুর জিপি থেকে একমাত্র আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্বাচিত বর্ণালী দাসকেও সংবর্ধনা প্রদান করে সোনাই বিজেপি।

সোনাইয়ে তিরঙ্গা যাত্রা বিজেপির

Author

Spread the News