সার্কল অফিস ক্যাম্পাসে মদের আসর, হানা অফিসারের

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : কাটিগড়া সার্কল অফিস ক্যাম্পাসে নাইট গার্ড রাজেন্দ্র সিংহের কোয়ার্টারে বসা মদের আড্ডায় হানা দিলেন সার্কল অফিসার রবার্ট টুলোর। এতে সার্কল অফিসের দুই কর্মী যথাক্রমে নাইট গার্ড রাজেন্দ্র সিংহ, জাইদুল হুসেন ও পার্শ্ববর্তী সাব রেজিস্ট্রার অফিসের সমীরণ কলিতা সহ এলাকার স্থানীয় আরও সাত আট জনের যুবকের দলকে হাতেনাতে মদের আসরে পাকড়াও করেন সার্কল অফিসার রবার্ট। এই আসরের নেতৃত্বে ছিলেন রাজেন্দ্র সিংহ। রান্নাবান্নার কাজ করছিলেন জাইদুল হুসেন। আর সাব রেজিস্ট্রার অফিসের সমীরণ কলিতা ছিলেন পরিবেশনের দায়িত্বে। এলাকার স্থানীয় বন্ধুদের নিয়ে আসরটি ছিল আমেজে আহ্লাদে মন মাতানো।

সার্কল অফিস ক্যাম্পাসে মদের আসর, হানা অফিসারের

গোপন সূত্রের খবরের ভিত্তিতে সার্কল অফিসার রবার্ট টুলোর এই হানা দিয়ে অন্তত দশ বোতল মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন। সার্কল অফিসার রবার্ট টুলোর বলেন, তিনি ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করবেন। উল্লেখ্য, কাটিগড়া সার্কল অফিস পাড়ায় এমন ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে স্থানীয় সচেতন মহল সার্কল অফিসার রবার্ট টুলোরের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহনে প্রশংসা করছেন।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।

Author

Spread the News