বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর উদ্যোগে ১২ জানুয়ারি মহান ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন ‘জাতীয় যুব দিবস’ হিসেবে অত্যন্ত উৎসাহ ও মর্যাদার সঙ্গে পালন করা হয়। দিনের সূচনায় ক্লাবের সদস্যরা শিলচরের সদরঘাটে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ক্লাবের ইটখোলা কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
পরবর্তীতে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তাপাং ব্লকের রতনপুর চা- বাগানে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় চা বাগান এলাকার অনগ্রসর যুবক-যুবতী ও শিশুরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। কাবাডি, কক-ফাইট, হিট দ্য টার্গেট, দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের প্রতিটি খেলোয়াড়কে পৃথকভাবে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রকল্প চেয়ারপার্সন পিঙ্কি সিং দাস অত্যন্ত সক্রিয়ভাবে সার্বিক ব্যবস্থাপনার নেতৃত্ব দেন। ক্লাব সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন। গাইডিং লায়ন সঞ্জীব রায় তাঁর সূচনা বক্তব্যে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করেন। সজলকান্তি দাস ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যান্য বিশিষ্ট উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন খেলারানি দাস, পাপিয়া দাস, সঞ্জু নুনিয়া প্রমুখ।



