শিলচর সুপার ডিভিশনে জমজমাট লড়াই

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : উন্নত মানের ফুটবল উপহার দিয়ে চলেছে শিলচরের ক্লাবগুলি। ছয় দলীয় সুপার ডিভিশন লিগে জমজমাট লড়াই হচ্ছে। প্রতিটি ম্যাচেই হচ্ছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। আজ ছিল দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। অর্থাৎ, ছয়টি দলের সবাই আগে একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আজ ইন্ডিয়া ক্লাব ২-১ গোলে পরাজিত করল শিলচর স্পোর্টিং ক্লাবকে। এটা ছিল ইন্ডিয়া ক্লাবের দ্বিতীয় জয়। আগের ম্যাচে তারা ইটখলা স্পোর্টিংকে পরাজিত করে। অন্যদিকে, প্রথম ম্যাচে টাউন ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করা স্পোর্টিং এখনও জয়শূন্য থাকল। সেইসঙ্গে প্রথম পরাজয় হজম করল তারা।

শিলচর সুপার ডিভিশনে জমজমাট লড়াই

শিলচর ডিএসএ-র প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন ফুটবলে সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে বৃহস্পতিবার ইন্ডিয়া ক্লাবের জয়ের কারিগর ওয়াজিদ আলি। ৫৩ মিনিটে দ্বিতীয় গোলটি করে তিনি শুধু দলের জয় নিশ্চিত করেননি, এর আগে প্রথমটির ক্ষেত্রেও মুখ্য ভূমিকা নেন হরিদ্বার থেকে আসা আক্রমণভাগের এই খেলোয়াড়। ইন্ডিয়া ক্লাবের প্রথম গোলটি করেন ইটখলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করা বিষ্ণু বরদলৈ। তবে এই গোলটির জন্য মরিগাঁওয়ের বিষ্ণুর থেকে বেশি কৃতিত্ব ওয়াজিদেরই। ডান দিক থেকে বল নিয়ে ডজ করে দ্রুত বিপক্ষের বক্সে ঢুকে পড়েন তিনি। বল এগিয়ে দেন বিষ্ণুকে। এবং তাতেই গোল। তখন প্রথমার্ধ শেষ হওয়ার অপেক্ষায়।

শিলচর সুপার ডিভিশনে জমজমাট লড়াই

শক্তিশালী ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে দারুণ লড়েছে তরুণ ফুটবলারদের নিয়ে গড়া স্পোর্টিং দল। ৬১ মিনিটে বক্সে বল পেয়ে শট নিয়েছিলেন স্পোর্টিংয়ের মিডফিল্ডার ঋষি নংথনবাম। স্পোর্টিং মিডফিল্ডারের এই শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে শট নেন শুভ্রদীপ গুহ শট নিলে সেটা রুখে দেন ইন্ডিয়া ক্লাব গোলরক্ষক রাহুল দুয়ারা। অবশ্য ৫১ মিনিটে গোল করে স্পোর্টিংকে এদিন একবার সমতায় এনেছিলেন জেহবা লালরিঙ্গাম মার। তিনি দূরপাল্লার শটে দর্শনীয় একটি গোল করেন তিনি। তবে ম্যাচের তিনটি গোলই ছিল দেখার মতো। দুরন্ত কিপিং করেন দু’দলের গোলরক্ষক রাহুল তন্ত্রবায় ও বিজয় দুয়ারা। ম্যাচ পরিচালনা করেন রেফারি শামিম আহমেদ বড়ভূইয়া। সহকারী ছিলেন শঙ্কর ভট্টাচার্য, নির্মল সিং এবং কমরুজ্জামান লস্কর। এদিন ম্যাচ সেরা হয়েছেন ইন্ডিয়া ক্লাবের ডিফেন্ডার ওয়ংরামচান পিএস। নির্বাচক তথা প্রাক্তন ফুটবলার সুষেণ পাত্র তাঁর হাতে ট্রফি তুলে দেন। সুপার ডিভিশনের
স্পনসর পি জি গ্রুপের পক্ষে ১ হাজার টাকার চেক তুলে দেন সুপ্রিয় দে। শুক্রবার টাউন ক্লাব এবং ইটখলা স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হচ্ছে।

Author

Spread the News