গাগলাছড়া চা-বাগানে লায়ন্স ক্লাব ও ইয়াসির চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে এবং শিলচরের ইয়ুথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি), গাগলাছড়া নেহেরু ক্লাব ও হাইলাকান্দি জেলা অন্ধত্ব নিবারণী সংস্থার সহযোগিতায় চক্ষু পরীক্ষা কাম ক্যাটারেক্ট সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। শনিবার লালার গাগলাছড়া চা-বাগানের গাগলাছড়া হিন্দি এমই স্কুলে বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা কাম ক্যাটারেক্ট সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ১৬৩ জন চক্ষুরোগীর চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে থেকে ৩৫ জন ছানিপড়া রোগী সনাক্ত করা হয়। এদিন প্রত্যেক চক্ষু রোগীকে প্রয়োজনীয় ওষুধপত্র ও বিনামূল্যে প্রদান করা হয়।

এদিনের শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা সহ ওষুধপত্র বিতরণ করেন হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের অপথালমিক অ্যাসিস্টেন্ট প্রবীরকুমার রায়, গাগলাছড়া হেলথ সাব সেন্টারের সিএইচও রোমি দেবী, সহ স্বাস্থ্য কর্মীরা। শিবিরে গাগলাছড়া সাব সেন্টারের স্বাস্থ্য কর্মীরা অংশ নিয়ে চক্ষু রোগীদের ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা করেন। দিনব্যাপী চক্ষু পরীক্ষা শিবিরে লালা লায়ন্স ক্লাবের পক্ষে সভাপতি নুরুল মজুমদার, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন চৌধুরী, সালেম মাহমুদ বড়লস্কর, নির্মলেন্দু নাথ, কিশোর যাদব, হিমাংশু রায় প্রমুখ অংশ নিয়ে সহযোগিতা করেন।

গাগলাছড়া চা-বাগানে লায়ন্স ক্লাব ও ইয়াসির চক্ষু পরীক্ষা শিবির

এদিন সকালে লায়ন্স ক্লাব অব লালার সভাপতি নুরুল হোসেন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে অন্ধত্ব নিবারনে সরকারের বিভিন্ন কর্মসূচির উল্লেখ করার পাশাপাশি লায়ন্স ক্লাবের বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম তুলে ধরে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। শুরুতে গাগলাছড়া নেহেরু ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। সভায় ইয়াসির কেন্দ্রীয়  সভাপতি সঞ্জীব রায়, নেহেরু ক্লাব সভাপতি আনন্দ রাই, অপথালমিক অ্যাসিস্টেন্ট প্রবীরকান্তি রায়, মনোয়ার হোসেন চৌধুরী, সালেম মাহমুদ বড়লস্কর প্রমুখ বক্তব্য রাখেন।

গাগলাছড়া চা-বাগানে লায়ন্স ক্লাব ও ইয়াসির চক্ষু পরীক্ষা শিবির

সভাপতির বক্তব্যে নুরুল মজুমদার বলেন, নির্বাচিত ছানিপড়া চক্ষু রোগীদের প্রথম বিশজন কে আগামী আট আগস্ট শিলচর লায়ন্স আই হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। অবশিষ্ট ছানিপড়া চক্ষু রোগীদেরকে পরবর্তীতে অস্ত্রোপচার করা হবে।। এদিনের শিবিরে লালা রাজস্ব চক্রের গাগলাছড়া, নরসিংপুর, লালামুখ, লালাছড়া ইত্যাদি চা- বাগান এলাকার চক্ষু রোগীরা উপস্থিত হয়ে তাদের চক্ষু পরীক্ষা করান। শিবিরকে সফল করে তুলতে ইয়াসির পক্ষে সভাপতি সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদী রায়, আনন্দ রাই, রাজকুমার রবিদাস, ইন্দ্রজিৎ রাই, মুন্না বারই, দেবরাম তাতোয়া মোহন অগ্রহরি, সন্তোষ পান্ডে, সুমন্ত পান্ডে সহ লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন আশা কর্মীরা সহযোগিতা করেন।

গাগলাছড়া চা-বাগানে লায়ন্স ক্লাব ও ইয়াসির চক্ষু পরীক্ষা শিবির

সভায় ইয়াসি সভাপতি সঞ্জীব রায় জানান, আগামীতে লালা লায়ন্স ক্লাবের সহযোগিতায় গাগলাছড়া চা বাগান এলাকায় এক মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। তিনি বিভিন্ন সেবামূলক কাজকর্মের জন্য লায়ন্স ক্লাবের প্রশংসা করেন। এদিনের শিবিরে প্রত্যন্ত গ্রামাঞ্চল, চা বাগান এলাকার চক্ষু রোগীদের ব্যাপক উপস্থিতিতে একটি সফল চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করায় এলাকার জনসাধারণ লালা লায়ন্স ক্লাব সহ ইয়াসির প্রশংসা করে ধন্যবাদ জানান।

Author

Spread the News