ডাঃ কালীপঙ্কজ চক্রবর্তীকে ‘আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদান হৃদয় এর

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : ডাঃ কালীপঙ্কজ চক্রবর্তীকে ‘আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদান করল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা হৃদয়। এই প্রথম ‘আজীবন সম্মাননা’ হৃদয়ের। শুক্রবার কনকপুর হৃদয় সরণিতে হৃদয় এনজিও-র আয়োজিত বার্ষিক শনিপূজার উদ্বোধনী অনুষ্ঠানের বিজু পাল স্মৃতি মঞ্চে এই সম্মাননা স্মারক ডাঃ চক্রবর্তীর হাতে তুলে দেন অতিথিবৃন্দ সহ সংস্থার কর্মকর্তারা।

দু’দিনব্যাপী শনিপূজার সূচনা___

হৃদয় এর সভাপতি গুণজ্যোতি দত্তের পৌরোহিত্য অনুষ্ঠানে এ ছাড়া ‘সম্মাননা ২০২৪’ প্রদান হয় চিকিৎসার ক্ষেত্রে অবদান রাখা ডাঃ সুজিতকুমার নন্দী পুরকায়স্থ, গুণী শিল্পী অনুসূয়া মজুমদার, ইন্ডিয়া বুক অব রেকর্ড এর নাম তোলা শালগঙ্গার মৌ দাস, ভারতীয় সংসদে বাংলায় বক্তৃতা প্রদানের জন্য ঋতুপর্ণা পাল, জুনিয়র সায়েন্টিস এ রাজ্যসেরা বদরপুরের অষ্টম শ্রেণির ছাত্রী উমামা মহসিনাকে। এ ছাড়া ১৮ বছর হতেই রক্তদান করা ১৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।

ডাঃ কালীপঙ্কজ চক্রবর্তীকে 'আজীবন সম্মাননা পুরস্কার' প্রদান হৃদয় এর
বিজু পাল স্মৃতি মঞ্চ।

অনুষ্ঠানে কালীপঙ্কজ চক্রবর্তী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বরাকের হৃদয় জয় করা এই এনজিওকে অনুপ্রাণিত করার আহ্বান জানান। সর্বস্তরের সামাজিক কাজে আত্মনিয়োগ করেছেন সংস্থার কর্মকর্তারা। তিনি বলেন, সমাজমূলক কাজে বরাকের জনগণ উৎসাহ দিলে আরও উপকৃত হবেন বরাকবাসী।

ডাঃ কালীপঙ্কজ চক্রবর্তীকে 'আজীবন সম্মাননা পুরস্কার' প্রদান হৃদয় এর
সম্মাননা ২০২৪ প্রাপকরা।

এ ছাড়া বক্তব্য রাখবেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডাঃ শবনব বাহার বড়ভূইয়া, কল্যাণ চক্রবর্তী, ডাঃ শিশিরকুমার বিশ্বাস, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, জনসংযোগের প্রাক্তন উপসঞ্চালক হারাণ দে, জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব, বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন রায়

ডাঃ কালীপঙ্কজ চক্রবর্তীকে 'আজীবন সম্মাননা পুরস্কার' প্রদান হৃদয় এর
সংবর্ধিত তিন রক্তদাতা।

এ দিন বিজু পাল স্মৃতি মঞ্চে দুস্থদের মধ্যে ১৫০টি কম্বল বিতরণ সহ ছোট ছাত্রছাত্রীদের মধ্যে ৯০টি স্কুল ব্যাগ, আটটি স্কুলের ২৪ জন ছাত্রছাত্রীকে সাজেশন বুক প্রদান করা হয়। শুরুতে শনিপূজা কমিটি সভাপতি উৎপল দেবরায় বিজু পালের জীবনে নানা দিক তুলে ধরেন। প্রয়াত পালের আত্মার সদ্গতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে গত বছরের কাজের বিবরণের একটি পুস্তিকা উন্মোচন করা হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস।

ডাঃ কালীপঙ্কজ চক্রবর্তীকে 'আজীবন সম্মাননা পুরস্কার' প্রদান হৃদয় এর
বক্তব্য রাখছেন ডাঃ শবনব বাহার।

আগামী কাল শনিবার বিকেল সাড়ে চারটা শনিপূজা শুরু হবে। রাত সাতটা থেকে অন্ন প্রসাদ দেওয়া হবে।  বিজু পালের মৃত্যুতে সাংস্কৃতিক অনুষ্ঠান এ বছর বাতিল করা হয়েছে।

Author

Spread the News