বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নামে ভুয়া সরকারি লেটারহেড ও জাল স্বাক্ষরযুক্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল। তিনি দাবি করেছেন, তাঁর সরকারি লেটারহেড ও ভুয়া স্বাক্ষরযুক্ত একটি চিঠি দুষ্কৃতিকারীরা কু-উদ্দেশ্যে প্রচার করছে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমার নজরে এসেছে যে, আমার সরকারি লেটারহেড ও ভুয়া স্বাক্ষরযুক্ত একটি চিঠি দুষ্কৃতিকারীরা কু-উদ্দেশ্যে প্রচার করছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত জালিয়াতি এবং সরকারি পরিচয়ের অপব্যবহারের সঙ্গে যুক্ত একটি গুরুতর অপরাধ। এর মাধ্যমে স্বার্থান্বেষী মহল ভুল তথ্য ছড়িয়ে সাংবিধানিক পদমর্যাদাকে বদনাম করার সুপরিকল্পিত চেষ্টা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “এই বিষয়ে ইতিমধ্যেই এজাহার দাখিল করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। উক্ত চিঠিটি এবং এর বিষয়বস্তু সম্পূর্ণ ভুয়া এবং জনমানসে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে লেখা হয়েছে। জনসাধারণ ও সংবাদমাধ্যমকে অনুরোধ করছি—এ ধরনের প্রতারণামূলক বিষয়ে বিভ্রান্ত না হতে বা প্রচার না করতে এবং কেবলমাত্র সরকারি সূত্র থেকেই তথ্য যাচাই করতে।”



