ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : তিনটি ধাপে কাছাড় জেলায় শুরু হচ্ছে লেপরোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন (এলসিডিসি) বা কুষ্টরোগ সনাক্ত অভিযান। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে অভিযান। শেষ হবে ১ মার্চ। এই সময়ের মধ্যে জেলার স্বাস্থ্যখন্ডের তৃণমূল স্তরের কর্মীরা প্রতিটি ঘরে গিয়ে কুষ্ঠরোগ সনাক্ত করবেন এবং গৃহে পরিদর্শনের নম্বর বসাবেন। জেলার শিলচর নগর সহ ৯টি স্বাস্থ্যখণ্ড নিয়ে অনুষ্ঠিতব্য এই শিবিরের প্রথম ধাপে হরিনগর, শিলচর আরবান ও ধলাই স্বাস্থ্যখন্ডে পক্ষকালব্যাপী চলবে এই অভিযান। এই ধাপ শেষ হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপ শুরু হবে ৫ জানুয়ারি থেকে। শেষ হবে ১৮ জানুয়ারি। এই ধাপে জালালপুর, লক্ষীপুর ও বড়খলা স্বাস্থ্যখণ্ড রয়েছে। অভিযানের শেষ ধাপে রয়েছে উধারবন্দ, সোনাই ও বিক্রমপুর স্বাস্থ্যখন্ড। এই ধাপ শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ১ মার্চ।
শুক্রবার এনিয়ে জেলা স্তরের সমন্বয় সমিতির এক সভা জেলা আয়ুক্তের সভাকক্ষে সহকারি আয়ুক্ত তথা কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের শাখা আধিকারিক দীপাশ্রী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। জেলার সব স্বাস্থ্যখণ্ড আধিকারিক ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় গোটা অভিযানের রূপরেখা পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন নোডাল অফিসার বিশিষ্ট চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ সন্দীপ রায়। পরে এনিয়ে আলোচনায় অংশ নেন জেলা এনএইচএম-এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ সহ অন্যান্যরা। এবারের এই অভিযানে নতুনত্ব আনতে সবাইকে অনুরোধ রাখেন তিনি।নতুনত্বের মাধ্যমে জেলায় অনুষ্ঠিত এই কর্মসূচি রাজ্যে ছাপ ফেলতে সক্ষম হবে বলে দাবি করেন। শেষে সহকারি আয়ুক্ত দীপাশ্রী দাস অভিযানকে সফল করে তুলতে সবাইকে একযোগে কাজের নির্দেশ দেন। তিনি বলেন, এই কর্মসূচি রূপায়নে অনেক সময় হাতে রয়েছে। এজন্য সঠিক পরিকল্পনা (মাইক্রোপ্লেন) করে নিতে হবে। তাছাড়া সময়মতো কাজের রিপোর্টিংয়ে জন্যেও সংশ্লিষ্ট কর্মীদের ওপর বিশেষ নজরদারি রাখতে উপস্থিত খণ্ড আধিকারিকদের আহ্বান জানান দীপাশ্রী।


