রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : শুক্রবার শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী অ্যাম্বিকাপট্টি–কলেজ রোডের সর্বজনীন শনি মন্দির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিধায়ক বলেন, সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি স্থাপনা উচ্ছেদ করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্ত করার কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে এর ফল মিলছে বলে তিনি দাবি করেন এবং সাধারণ মানুষকে সহযোগিতার অনুরোধ জানান। তাঁর কথায়, বদ্ধমুক্ত একটি শিলচর গড়ে তোলা লক্ষ্য। শহরের বিভিন্ন জায়গায় নালা নির্মাণ ও পরিষ্কারকাজও চলছে।
তিনি আরও জানান, শিলচরের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে অতিরিক্ত তহবিল চেয়েছেন এবং নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে শহরের সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী নগরিয়া পথ পাকীপথ আচনীর অধীনে শিলচর ৪৮ কোটি টাকা পেয়েছে। এই অর্থে রাস্তা পাকা করা, নালা নির্মাণ, রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন কাজ চলছে। উচ্ছেদ প্রক্রিয়াও এরই অংশ। রাস্তা প্রশস্তকরণের বিষয়টি মাথায় রেখে মন্দির পুনর্নির্মাণের সিদ্ধান্তকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং জনস্বার্থে জমি ছাড়ার জন্য মন্দির কমিটিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, কনকপুরের দুটি ক্লাবও একই কারণে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। মন্দির পুনর্নির্মাণের জন্য বিধায়ক তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে ৮ লাখ টাকা এবং সরকারের উপাসনা স্কিম থেকে ৩ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সমিতির সভাপতি শেখর দত্ত দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন এবং বিধায়ককে ধন্যবাদ জানান। কেশবচন্দ্র পাল উড়ালপুল ইস্যু নিয়ে কথা বলেন এবং ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন। রীনা পাল, হীরক চৌধুরী সহ অন্যরাও উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ দাস।


