লাতু জয় কালীবাড়ির হরিনাম মহাযজ্ঞের সূচনা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে শুভ অধিবাসের সূচনা হয়েছে শ্রী শ্রী লাতু জয় কালীবাড়ির হরিনাম মহাযজ্ঞের। বুধবার বিকালে শোভাযাত্রায় পা মেলান মাতৃ ভক্ত আট থেকে আশি। সন্ধ্যায় শুভ অধিবাস পরিবেশন করেন ভারত বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুসেন বৈদ্য। এবারের লাতু কালীবাড়ির হরিবাসের মূল আকর্ষণ কলকাতার দুরদর্শন ও বেতার শিল্পী মৌমিতা বিশ্বাস সহ উত্তর ২৪ পরগনার রাধারমণ লীলা কীর্ত্তন সম্প্রদায়ের শিল্পীরা। হরিনাম বিতরনে আমন্ত্রন জানানো হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা এবং বরাক উপত্যকার বিশিষ্ট নামলীলা কীর্তনিয়া সম্প্রদায়কে। ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুসেন বৈদ্যের পরিচালনায় নামসুধা পরিবেশন করবেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের শিল্পীরা এবং হরিবাসরে নামসুধা বিতরণ করবেন শিলচরের বাঁকে বিহারী সম্প্রদায় এবং করিমগঞ্জের সিতানাথ সম্প্রদায়ের শিল্পীরা।

কলিহত জীবের দুঃখ মোচন ও বিশ্বশান্তি লাভের কামনায় মহানাম যজ্ঞের এবারের ১৪ তম বছরে হাতে নেওয়া হয়েছে বিগ বাজেট। ২২ ফেব্রুয়ারি নামলীলা পরিবেশনের মহোৎসবের নিবাস হবে ২৩ ফেব্রুয়ারি মহন্ত বিদায়ের মাধ্যমে।  হরিনামের সঙ্গে আসরে পরিবেশন হবে গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, নৌকাবিলাস সহ শ্রীকৃষ্ণের রাসলীলা। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভের আকুল প্রত্যাশায় ১৪তম বর্ষপূর্তিতে হরিবাসরের প্রতিটি পর্বে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।

Author

Spread the News