রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : নর্থওয়াইথাং-এর সুপরিচিত মুহুরি সোনাহর আলি বড়ভূইয়া (৫৫) আর নেই। মঙ্গলবার দুপুর ১১টা ১৫ মিনিটে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক প্রয়াণে স্তব্ধ হয়ে গেছে সমগ্র এলাকা। নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন। এ দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যু সংবাদ পাওয়া মাত্র শেষবারের মতো তাঁকে দেখতে প্রয়াতের বাড়িতে উপস্থিত হন ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার নরসিংহপুর মণ্ডলের সাধারণ সম্পাদক খাইরুল আমিন লস্কর, নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজেন পালিত, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তি ধলাই প্রেসক্লাবের কর্মকর্তা সহ বিভিন্ন সংস্থা সংগঠনের পদাধিকারী প্রয়াতের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।



