প্রয়াত দারুল উলুম বাঁশকান্দির শিক্ষক মওলানা আসফাক আহমদ লস্কর

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : সাতকরাকান্দি ২য় খণ্ড, সাংজুরাই নিবাসী দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার শিক্ষক মওলানা আসফাক আহমদ লস্কর হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত ১১-৩০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৫৭ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন সহ অসংখ্য ছাত্রছাত্রী, গুণমুগ্ধগণ।

তিনি ঐতিহ্যবাহী দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন। তাঁর আকস্মিক মৃত্যু সংবাদে বাঁশকান্দি মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। অগণিত মানুষ উনার সাতকরাকান্দির বাড়িতে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। জানাজার নামাজ রবিবার বিকাল দু’টায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, তিনি দারুল উলুম বাঁশকান্দির প্রয়াত স্বনামধন্য মহদ্দিস মওলানা খলিলুর রহমান লস্করের সুযোগ্য পুত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *