বরাক নদী থেকে উদ্ধার বৃহৎ পরিমানে মদ, আটক ১

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : বরাক নদী থেকে উদ্ধার হল বৃহৎ পরিমানে মদ। শুক্রবার আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ যৌথ অভিযানে এই সাফল্য পায়। বরাক নদী ফাঁড়ির কাছে বরাক নদীতে ফেরি করা নৌকাগুলির আচমকা চেকিং করার সময় কাছাড় জেলার ফুলেরথল গ্রাম থেকে মদ নিয়ে যাওয়ার সময় হরিনগর, বড়বেকরার এক ব্যক্তি ৯৬ বোতল অবৈধ মদ সহ ধরা পড়েন। অসম থেকে মণিপুরের জিরিবাম জেলার জাগুরাধর বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ল।

আসাম রাইফেলস তার জননিরাপত্তা প্রচারে, অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে লড়াই বা সম্প্রদায়ের সুরক্ষার জন্য নিয়োজিত রয়েছে।

বরাক নদী থেকে উদ্ধার বৃহৎ পরিমানে মদ, আটক ১
বরাক নদী থেকে উদ্ধার বৃহৎ পরিমানে মদ, আটক ১

Author

Spread the News