গুয়াহাটি থেকে মণিপুরের কুকি জঙ্গি গ্রেফতার 

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : এপ্রিল মাসে মণিপুরের তামেংলং জেলায় পেট্রোল ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছিল স্থানীয় জঙ্গি সংগঠন ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি। সেই হামলার অন্যতম মাস্টারমাইন্ড এলএস ইউসেফ চংলই বেশ কিছুদিন ধরে অসমের গুয়াহাটিতে গা ঢাকা দিয়ে ছিল। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স (এসটিএফ)।

এসটিএফ-য়ের আইজিপি পার্থসারথি মহন্ত জানান, গোয়েন্দা সূত্রে তাদের খবর দেওয়া হয়েছিল, গুয়াহাটির বেলতলা এলাকায় লুকিয়ে রয়েছে ইউসেফ চংলই। তিনি বলেন, ‘গোয়েন্দা বিভাগের তরফে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়। আমরা খুব সাবধানে একটি অভিযান চালায় এবং মণিপুরের জঙ্গিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মণিপুর সহ অসময়ের সীমান্ত এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাকে দুই রাজ্যের পুলিশ বহুদিন ধরে খুঁজছিল। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং ইউএফপিএ আইনের অধীনে মামলা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা কর তাকে আদালতে পেশ করা হবে।’

গুয়াহাটি থেকে মণিপুরের কুকি জঙ্গি গ্রেফতার 
গুয়াহাটি থেকে মণিপুরের কুকি জঙ্গি গ্রেফতার 

Author

Spread the News