ঝেরঝেরিতে বিজেপির সদস্য ভর্তি অভিযানের সূচনা কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : পাথারকান্দি কেন্দ্রের লোয়াইরপোয়া বিজেপি মণ্ডলের ঝেরঝেরিতে সদস্যপদ গ্রহণ অভিযান শুরু হল। বৃহস্পতিবার রাতে ঝেরঝেরি বাজারে সদস্য ভর্তি অভিযানের কার্য়লয়ের ফিতা উদ্বোধন করে অভিযানের সূচনা করেলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এরপর দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন  বিধায়ক কৃষ্ণেন্দু পাল, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভাপতি হৃষীকেশ নন্দী, প্রাক্তন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে, মণ্ডল সম্পাদক কে চৌধুরী প্রমুখ।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রথমেই সদস্য ভর্তি অভিযানের খুশী হয়ে ঝেরঝেরি জিপির দলীয় কর্মীদের প্রতি খুশি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেন্দ্র ও রাজ্যে থাকা বিজেপি নেতৃত্বধীন সরকারের আমলে গোটা দেশ ও রাজ্যের সঙ্গে পাথারকান্দিতেও সমহারে উন্নয়ন হচ্ছে। এছাড়া তিনি এও বলেন, পাথারকান্দির উন্নয়ন তিনি তৎপর রয়েছেন। তাই এলাকার উন্নয়নে জনগণকে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান করেন বিধায়ক। তিনি এও জানান ঝেরঝেরি জিপির উন্নয়নের কোনও খামতি রাখবেন না। জিপির অসম্পূর্ণ সব রাস্তাঘাট সহ অন্যান্য সব কাজ তিনি একে একে অচিরেই পূর্ণ করে দেবেন। এও জানান তিনি সম্প্রতি ভেঙে যাওয়া ঝেরঝেরি বাজার থেকে খাগড়া বাজারের সঙ্গে সংযোগকারী লঙ্গাই নদীর উপর নির্মীয়মান পাকা ফুট ব্রিজটি নতুন করে ফের নির্মান করে দেওয়ার আশ্বাস প্রদান ও করেছেন।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জিপি কর্মী ইকবাল হোসেন সাকিল, স্বর্ণদীপ পাল, ঝেরঝেরি জিপির প্রাক্তন সহসভাপতি সদস্য কবির আহমেদ,  মতিউর রহমান, হাজি সালিম উদ্দিন।

ঝেরঝেরিতে বিজেপির সদস্য ভর্তি অভিযানের সূচনা কৃষ্ণেন্দু পালের
ঝেরঝেরিতে বিজেপির সদস্য ভর্তি অভিযানের সূচনা কৃষ্ণেন্দু পালের

Author

Spread the News