হৃদপিণ্ডে ত্রুটি ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন পাথারকান্দির ২৮টি শিশু শনাক্ত

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : হৃদপিণ্ডে ত্রুটি ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন শনাক্তকরণে পাথারকান্দির ২৮ শিশুকে নিয়ে  যাওয়া হল অস্ত্রপচার জন্য। সরকারি খরচে সম্প্রতি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাথারকান্দির ১৬ শিশুর হৃদপিণ্ডে ত্রুটি ও ১২ শিশুর বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন শনাক্তকরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হল। এবং আগামীতে দেশের বিভিন্ন মহানগরীতে এদের সরকারি খরচে অভিজ্ঞ চিকিৎসকের হাত দিয়ে এই শিশুদের অস্ত্রপচার হবে বলে জানালেন রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে)-র পাথারকান্দি ব্লক কো-অর্ডিনেটর সঞ্জয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার তিনি এনিয়ে এক সাক্ষাৎকারে বলেন, এনএইচএমের রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচির (আরবিএসকে) অধীনে হৃদপিণ্ডে ত্রুটি ও স্নেহস্পর্শ প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দ্যোগে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে বৃহত্তর বরাক উপত্যকার শিলচর মেডিক্যাল কলেজে গত সোমবার ও মঙ্গলবার হৃদপিণ্ডে ত্রুটি ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন শনাক্তকরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। স্বাস্থ্য বিভাগের এক নির্দেশ মতে এদিন তাঁর নেতৃত্বে পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকেও এই দু’দিন পৃথক পৃথকভাবে পূর্বের তালিকাভুক্ত রোগী সহ অভিভাবকদের নিয়ে শিলচর মেডিক্যাল কলেজে ছুটে যান। সেখানে দেশের প্রতিষ্ঠিত চিকিৎসালয় নারায়না হৃদয়ালয়ের কলকাতা, মুম্বাই, বেঙ্গালুর ও গুয়াহাটি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতায় এই শনাক্ত শিবির সম্পন্ন হয়। আগামীতে শনাক্তকরণ শিশুদের সম্পূর্ন সরকারি অর্থ ব্যয় দেশের বড় মহানগরীতে নিয়ে গিয়ে উন্নতমানের চিকিৎসা পরিষেবার মাধ্যমে সফল অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন সঞ্জয়বাবু।

Author

Spread the News