বিশাল ভোটের ব্যবধানে ফের দ্বিতীয়বার জয়ী হচ্ছেন কৃপা : কৃষ্ণেন্দু
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : সমহারে উন্নয়ণের নিরিখে এবার পাথারকান্দিতে সংখ্যালঘুদের বৃহৎ সংখ্যক ভোট দলীয় প্রার্থীর পক্ষে গেছে বলে জোর গলায় দাবি করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অষ্টাদশ লোকসভা ভোটের দ্বিতীয় পর্যায়ের ভোটে নিজ কেন্দ্রের ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে এমনটাই দাবি করে বলেন, করিমগঞ্জ আসনে কোন প্রতিদ্বন্দ্বি নেই। ফলে জাতি-ধর্মের উর্ধে উঠে উন্নয়ণের ভিত্তিতে জনগণ ভারতীয় জনতা পার্টিকে উজাড় করে ভোট দিয়েছেন। এবং দলীয় প্রার্থী কৃপানাথ মালা ফের দ্বিতীয়বারের জন্য বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হচ্ছেন।
এদিকে ভোট ফেরত প্রাপ্ত তথ্য মতে, এবার এই আসনে এআইইউডিএফের প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী বিজেপি ও কংগ্রেস প্রার্থীর সামনে দাঁড়াতে না পারায় স্বাভাবিক ভাবে আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা বনাম কংগ্রেসের হাফিজ রশিদ আহমদ চৌধুরীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তবে বিজয়ের শেষ হাসি কে হাসবে তা, সময়ে বলবে।