সাতসকালে ভয়াবহ বাইক দুর্ঘটনা, প্রাণ গেল কিশোরের

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরের। গুরুতর আহত আরও এক কিশোর। বুধবার সকাল অনুমানিক সাড়ে সাতটা নাগাদ ত্রিপুরার কৈলাসহরের ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক কিশোরের।

জানা যায়, দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে দ্রুত পৌঁছে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পনেরো বছরের আব্দুল কায়ুমকে মৃত বলে ঘোষণা করেন। কায়ুম ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার আব্দুল গফ্ফারের ছেলে।

এদিকে, আরেক আহত কিশোর সামসুদ্দিনের (১৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *