অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের কিষান মহাপঞ্চায়েত দিল্লিতে

২৩ সেপ্টেম্বর : দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের সর্বভারতীয় কমিটির আহ্বানে অনুষ্ঠিত হয় কিষান মহাপঞ্চায়েত। এতে অসমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানে দেশের ২১টি রাজ্য থেকে এআইকেকেএমএস কয়েক হাজার প্রতিনিধি উপস্থিত হয়। এছাড়াও সংযুক্ত কিষান মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোমবার সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি রঘুনাথ দাসের সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের অন্যতম নেতা, এসইউসিআই (কমিউনিস্ট) দলের পলিটব্যুরো সদস্য, সংগঠনের সভাপতি সত্যবান, সংযুক্ত কিষান মোর্চার পক্ষে যোগিন্দর সিং, প্রেম সিং গেহলত, রাজীন্দর সিং প্রমুখ।

মুখ্য বক্তার ভাষনে সত্যবান দেশের কৃষকদের অবর্ণনীয় দুর্দশার কথা তুলে ধরে বলেন ঐতিহাসিক কৃষক আন্দোলনের দাবি মেনে কেন্দ্র সরকার তিনটি কৃষক বিরোধী কালো আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হলেও তারা কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার প্রতিশ্রুতি কার্যতঃ কেন্দ্র সরকার আজও পূরণ করেনি। ফলে দেশের কৃষকরা উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য পাওয়া তো দূরের কথা ফসল উৎপাদনের খরচ পর্যন্ত পাচ্ছে না। ফলে আজও কৃষকরা ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তিনি বলেন যতদিন এদেশে পুঁজিবাদী শাসন ও শোষণ ব্যবস্থা থাকবে ততদিন কৃষকদের জীবনে সুদিন আসবে না। তিনি সবাইকে শক্তিশালী কৃষক আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান।

অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের কিষান মহাপঞ্চায়েত দিল্লিতে

মহাপঞ্চায়েতের মঞ্চে অসম থেকে উপস্থিত ছিলেন কৃষক নেতা সুরৎজ্জামান মণ্ডল, ওসমান গণি, আব্দুল হামিদ এবং সেখানে যোগদান করেন অরুণাংশু ভট্টাচার্য, শিশির কুমার কাকতি, মতিউর রহমান, প্রভাসচন্দ্র সরকার প্রমুখ।

অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের কিষান মহাপঞ্চায়েত দিল্লিতে
অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠনের কিষান মহাপঞ্চায়েত দিল্লিতে

Author

Spread the News