বিধায়ক উৎপল বরার সঙ্গে সাক্ষাৎ করিমগঞ্জ কিষাণ মোর্চার প্রতিনিধি দলের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : বিধায়ক তথা বিজেপি কিষাণ মোর্চার অসম প্রদেশের সভাপতি উৎপল বরার সঙ্গে সাক্ষাৎ করল করিমগঞ্জ জেলা কিষাণ মোর্চা। সোমবার সকালে করিমগঞ্জ সার্কিট হাউসে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা কৃষক মোর্চার সভাপতি অমিতাভ দে, রাজ্য কমিটির সদস্য রাজশেখর দত্ত, জেলা প্রভারী শ্যামল ভট্টাচার্য, জেলা কৃষক মোর্চার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ, গোপী মোহন দাস, করিমগঞ্জ শহর মণ্ডল কৃষক মোর্চার সভাপতি সোমনাথ দাস, শহর মণ্ডল কৃষক মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম দেব, দীপা নাথ, অমৃত নাগ, অনিল দাস সহ জেলা ও মণ্ডলের বিভিন্ন পদাধিকারীরা।
উল্লেখ্য, সরকারি কার্যসূচি নিয়ে রবিবার করিমগঞ্জ জেলা সফরে আসেন বিধায়ক বরা।