খেল মহারণের খো খো সমাপ্তি শিলচরে

পুরুষে চ্যাম্পিয়ন ডিব্রুগড়, মহিলা বিভাগে সেরা তামুলপুর

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ মার্চ : রাজ্যের ৩৫টি মোট জেলার মধ্যে ৩২ টি জেলার অনূর্ধ্ব ১৯ খো খো বালক বালিকার বিশাল দল নিয়ে শিলচরে আয়োজিত খেল মহারণের যবনিকা ঘটল মঙ্গলবার।  চারদিনের রাজ্যস্তরের খো খো মেগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। মঙ্গলবার প্রতিযোগিতার অন্তিম দিনে বালক বিভাগে রাজ্যসেরার খেতাব দখল করে ডিব্রুগড় জেলা দল। দ্বিতীয় দল হিসেবে খেল মহারণের স্বীকৃতি আদায় করে তামুলপুর জেলা। বালিকা বিভাগে রাজ্যসেরার খেতাব দখল করে তামুলপুর জেলা। রানার্স আপ খেতাব জিতে কামরূপ মেট্রো।

খেল মহারণের খো খো সমাপ্তি শিলচরে
রানার্স মহিলা কামরূপ মেট্রো দল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম। অন্যান্যদের মধ্যে ছিলেন এপিডিসিএল-এর ডিরেক্টর নিত্যভূষণ দে, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, অসম খো খো সংস্থা সচিব গোবিন্দ কলিতা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি বাবুল হোড়, প্রাক্তন সিইও রসরাজ দাস, অতিরিক্ত আয়ুক্ত ভেনলামপুইয়া নামপুই, শিলচর ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব সহ অন্যান্য কর্মকর্তারা। শুরুতে অতিথিদের খেল মহারণের স্মারক দিয়ে বরণ করা হয়। পরে হয় বরাকের চিরাচরিত সাংস্কৃতিক ধামাইল পরিবেশনা। দুধপাতিল নাট্য সংস্থা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বড়পেটার শিল্পী নীলিম সাগর।

খেল মহারণের খো খো সমাপ্তি শিলচরে
খো খো -য় রাজ্য সেরা তামুলপুর জেলা মহিলা দল ও রানার্স পুরুষ দল।

শিবব্রত দত্ত বলেন, খেল মহারণ অসমের ক্রীড়া ইতিহাসে এটা এক বড় আয়োজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খেল মহারণের মতো একটা সুন্দর একটা ধারনা নিয়ে এসেছেন। বাবুল হোড় বলেন, খেল মহারণের মাধ্যমে রাজ্যে খো খো ইভেন্ট জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে। এবার তা ধরে রাখতে হবে। রাজ্য সরকার খেলাধূলার উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করলেন প্রধান অতিথি মিহিরকান্তি সোম। এদিন পুরস্কার মঞ্চে আয়োজক জেলার ডিএসও এবং ক্রীড়া সংগঠক চন্দন শর্মার হাতেও স্মারক তুলে দেওয়া হয়।

Author

Spread the News