দক্ষিণ করিমগঞ্জে খেল মহারণের সূচনা সিদ্দেক ও শিপ্রা গুনের, বৃষ্টির জন্য খেলা বাতিল

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : প্রবল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে অসম সরকারের খেল মহারণের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র ভিত্তিক চুড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা সূচনা হল। শুক্রবার নিলামবাজার এসবি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে শুরু হয় খেল মহারণ।

এদিন সকাল এগারোটা নাগাদ খেল মহারণের পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে ক্রীড়ানুষ্ঠানের সূচনা করেন রাজ্যর প্রাক্তন মন্ত্রী তথা বতর্মান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ ও ভারতীয় জনতা পার্টির রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা শিপ্রা গুণ। কিন্তু অধিক বৃষ্টির ফলে খেলার মাঠ সম্পূর্ন কাদামাটি পরিণত হয়ে যায়। তাই আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত খেলা বাতিল করা হয়। এবং এই খেলা গুলো আগামী ১২ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।

দক্ষিণ করিমগঞ্জে খেল মহারণের সূচনা সিদ্দেক ও শিপ্রা গুনের, বৃষ্টির জন্য খেলা বাতিল

অনুষ্ঠানে বিধায়ক সিদ্দেক আহমেদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধূলা অত্যন্ত জরুরি। খেলাধুলার মাধ্যমে পড়ুয়ারা তাদের জীবন গড়তে পারে।দক্ষ খেলোয়াড় হলে পুলিশ ও সেনাবাহিনীতে নিযুক্তির সুযোগ পাওয়া যায়। এমনকি ভালো প্রতিভাবান খেলোয়াড় হলে সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগের ব্যবস্থা রয়েছে। বরাকের বহু প্রতিভাবান খেলোয়াড় বিগত দিনে রাজ্য ও জাতীয় দলে স্থান পেয়েছেন। বিজেপি নেত্রী শিপ্রা গুন সরকারের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, মূলত গ্রামীণ প্রতিভার বিকাশই লক্ষ্য বিজেপি সরকারের। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারমপাশা সমবায় সমিতির চেয়ারম্যান কবির আহমেদ, বান্দরকোনা জিপি সভাপতি আব্দুল বাসিত, বিনোদিনী হাইস্কুলের অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News