‘অসম সৌরভ’ প্রাপ্ত নির্মল দে-কে সম্মান কেএফসিসির
বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : পাটি শিল্পে বিশেষ অবদান রাখায় সম্প্রতি অসম রাজ্য সরকারের পক্ষে ‘অসম সৌরভ’ সম্মানে ভুষিত হয়েছেন নির্মল দে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর শ্রীকোণা কোয়ারপারের বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানায় কাটাখাল ফুটবল কোচিং সেন্টার (কেএফসিসি)। সেন্টারের প্রতিনিধি ছিলেন প্রাক্তন ফুটবলার গণেশ ভদ্র ও বসন্ত দে (ভজু)। নির্মল দে-কে উত্তরীয় পড়িয়ে হাতে স্মারক তুলে দেন গণেশ ও বসন্ত।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাটাখাল ফুটবল কোচিং সেন্টারের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে গণেশ ভদ্র বলেন, নির্মল দে বরাকের গর্ব। বরাকের পাটি শিল্পকে তিনি একটা বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর এই সাফল্যে অনুপ্রাণিত হবেন এই পেশার মানুষরা। নির্মল দে বলেছেন, “আমি রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। সবচেয়ে ভালো লাগলো বরাকের এই প্রাচীন শিল্প কর্মকে স্বীকৃতি দেওয়ায়। সবসময় চেষ্টা করব সরকারের এই পদক্ষেপকে সম্মান জনিয়ে এই পেশাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার”।