দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : কাঁঠাল রোডের বুধুরাইল এলাকায় অবস্থিত কেশব শোভা কুটির বিদ্যা মন্দিরের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণ আনন্দ ও উৎসবের আবহে রঙিন হয়ে ওঠে। ক্ষুদে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারা যৌথভাবে সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করে অনুষ্ঠানের সুরময় সূচনা করেন। অনুষ্ঠানটি স্কুলের অগ্রগতির প্রতীক হওয়ার পাশাপাশি স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা দেয়।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। বিদ্যালয়ের মুখ্য পরিচালক অনিকেন্দ্র দাস চৌধুরী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাধারাণী চৌধুরী যৌথভাবে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত ভাষণে অনিকেন্দ্র দাস চৌধুরী বিদ্যালয়ের পাঁচ বছরের পথচলার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এই বিদ্যালয় শুধু জ্ঞানের আলয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যেরও রক্ষক। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরাই এই ঐতিহ্যকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি ও নিয়মানুবর্তিতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।” তাঁর বক্তব্যে উপস্থিত সবাই প্রশংসা করেন।
দিনভর চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্য ও গানের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। নাটক পরিবেশনের মধ্য দিয়ে শিক্ষার গুরুত্ব ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানের সাফল্যের বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষা কানন দাস চৌধুরী বলেন, “এ ধরনের অনুষ্ঠান ছাত্রদের সৃজনশীলতা বিকাশে সহায়ক এবং শিক্ষকদের মধ্যে দলগত সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মুনমুন বিশ্বাস, বিনয় দে, অঙ্কিত চৌধুরী, পরিমল দাস, সুদীপ্তা চৌধুরী, অনামিকা দাস চৌধুরী, পিয়ালী সাহা, অনামিকা দাস, রুমি কলিতা, প্রিয়াঙ্কা দাস প্রমুখ। এছাড়াও স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।



