শিবিরে যোগদানকারী চিকিৎসকদের সম্মাননা প্রদান কেশব স্মারকের

বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : কেশব স্মারক সংস্কৃতি সুরভির ধনন্তরি সেবা যাত্রার পাঁচদিনের চিকিৎসা শিবিরে যোগদানকারী চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হল। শনিবার সন্ধ্যায় রামনগরের একটি হোটেলের কনফারেন্স হলে কেশব স্মারক সংস্কৃতি সুরভির সেবা ভারতী দক্ষিণ প্রান্তের ধনন্তরি সেবা যাত্রার পক্ষ থেকে স্বাগত সমিতির সম্পাদক পল্লবিতা শর্মা, কেশব স্মারক সংস্কৃতি সুরভির দক্ষিণ অসম প্রান্তের জেলা সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, ডাঃ নাকুম, ডাঃ সোনম পাণ্ডে (এএমও) প্রমুখ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫ জন চিকিৎসকদের সংস্থার পক্ষ স্বেচ্ছায় সেবা প্রদানের জন্য হাতে স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

শিবিরে যোগদানকারী চিকিৎসকদের সম্মাননা প্রদান কেশব স্মারকের

এদিন বক্তব্যে পল্লবিতা শর্মা বলেন, ধনন্তরি সেবা যাত্রার সঙ্গে যুক্ত প্রত্যেকজন চিকিৎসকেরা সমাজের একজন স্বেচ্ছায় সৈনিক হিসেবে পরিচিত, এই উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যেভাবে নিজের সুখ ও শান্তি ত্যাগ করে অসহায় মানুষদের জীবন রক্ষার্থে নিশুল্ক চিকিৎসাসেবা প্রদান করে গেছেন, সেটা সেবা কাজের অন্যতম উদাহরণ। শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, উক্ত সংস্থা প্রচার বিমূখভাবে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সেবা কাজ করে যাচ্ছেন, তার গর্বের বিষয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমকুম ও ডাঃ সোনম পাণ্ডে সহপ্রান্ত প্রচার প্রমুখ সৌমিত্র দত্ত রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধনন্তরি সেবা যাত্রার সমন্বয়কারী নবগোপাল চন্দ।

শিবিরে যোগদানকারী চিকিৎসকদের সম্মাননা প্রদান কেশব স্মারকের
শিবিরে যোগদানকারী চিকিৎসকদের সম্মাননা প্রদান কেশব স্মারকের
Spread the News
error: Content is protected !!