কেরল ধস : মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ এ, নিখোঁজ প্রায় ৩০০

১ আগস্ট : ওয়েনাডের ভূমিধসে মৃত্যুর মিছিল যেন ঘড়ির কাঁটাকেও হার মানাচ্ছে। ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিলের সারি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬। পাল্লা দিয়ে বেড়েছে নিখোঁজের সংখ্যাও। নিখোঁজের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

ধ্বংসস্তুপের ভিতরে প্রিয়জনের খোঁজ চাল;ইয়ে যাচ্ছেন স্বজনহারানো। প্রকৃতির অভিশাপ এতটা নির্মমভাবে নেমে আসবে তাঁদের উপরে তা ভাবতেই পারেননি। সেনাবাহিনী-সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিকুল আবহাওয়ার জন্য হিমশিম খেতে হচ্ছে।

কেরল ধস : মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ এ, নিখোঁজ প্রায় ৩০০

গত সোমবারেও পাহাড়ের ঢালে ছিল সুদৃশ্য চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রাম। কিন্তু মঙ্গলবার সেই দৃশ্য একেবারে বদলে গিয়েছে। গভীর রাতে নামা ধশে মুনডাকা্ই ও চুরালমালা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভূমিধসে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি ঘর। ঘুমের ঘোরেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান কয়েকশো সাধারণ মানুষ। উদ্ধারকার্য শুরু হওয়ার পর থেকে ধ্বংসস্তুপের নিচ থেকে ক্রমশই উদ্ধার হচ্ছে পচে গলে যাওয়া মৃত দেহ।

Author

Spread the News