নেতাজির জন্মদিনে লক্ষীপুরে পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন কৌশিকের

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিন উপলক্ষে লক্ষীপুরে তাঁর পূর্ণাবয়ব প্রতিমূর্তি উন্মোচন করা হয়েছে। শুক্রবার লক্ষীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায় মূর্তি উন্মোচন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। এক বছর আগে লক্ষীপুর পুলিশ থানার বিপরীতে এবং পুরসভা কমপ্লেক্সের সামনে স্থাপিত নেতাজির আবক্ষ মূর্তি সরিয়ে সেখানে পূর্ণাবয়ব ব্রোঞ্জ প্রতিমূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী কৌশিক রায়। প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার তিনি দুই সাংসদকে সঙ্গে নিয়ে প্রতিমূর্তিটি উন্মোচন করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, বাংলা উন্নয়ন সংস্থা ও নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে একই স্থানে পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতার শিল্পী চন্দ্রশেখর দাস প্রথমে ব্রোঞ্জ মূর্তি নির্মাণের কাজ শুরু করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি কাজ সম্পূর্ণ করতে না পারায় নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠানের জন্য আপাতত কলকাতা থেকে ফাইবারের প্রতিমূর্তি এনে স্থাপন করা হয়।

মন্ত্রী আরও বলেন, অচিরেই সাত ফুট উচ্চতার ব্রোঞ্জে নির্মিত নেতাজির পূর্ণাবয়ব প্রতিমূর্তি লক্ষীপুরে পৌঁছাবে। সেটি স্থাপন করার পর বর্তমান প্রতিমূর্তিটি সরিয়ে ছোটমামদা বিন্নাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ের সামনে স্থাপন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লক্ষীপুরবাসীর পক্ষ থেকে দুই সাংসদকে ধন্যবাদ জানান কৌশিক রায়। এদিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থ স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান ও তাঁর আদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষীপুর পুরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস, বিজেপি নেতা আবিন্দ্র দাস, পুরসভার কমিশনার গুঞ্জন কর, সম্পা দাস, অজন্তা দেব, কল্যাণী দত্ত, অমিত দাস, নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, প্রাক্তন চেয়ারপার্সন রিমি পাল, জেলা পরিষদের সদস্য সীমা দেব, কিষান রিকিয়াসন ও দেবজ্যোতি বাউরী, লক্ষীপুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ওইনাম বীরমণি, বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এবং নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *