শিক্ষার উন্নয়নে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে : কৌশিক

দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের শিলান্যাস_____

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কাটিগড়া বিধানসভা কেন্দ্রের দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের শিলান্যাস সম্পন্ন হল। বুধবার বিকেল ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিলান্যাস করেন বরাকের উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় ও শিলচর লোকসভা সদস্য পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়া সার্কল অফিসার ড. রবার্ট ট্রলোর, কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বন দফতরের অবসরপ্রাপ্ত কর্তা ও আগপ–এর কাছাড় জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার, কাছাড় জেলা বিজেপি কিষান মোর্চার সভাপতি সুব্রত চক্রবর্তীসহ এলাকার বিশিষ্ট নাগরিক, শিক্ষানুরাগী ও অভিভাবকরা।

শিলান্যাসের পর বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষার উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে। স্কুল–কলেজকে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে নিত্য নতুন ভবন নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। যোগ্যতা যাচাই করে মেধাসম্পন্ন শিক্ষক–শিক্ষিকাদের নিয়োগ দেওয়া হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনে থাকবে মোট ১৬টি শ্রেণিকক্ষ, যার মধ্যে একটি স্মার্ট ক্লাসরুমও রয়েছে। প্রতিটি সাধারণ শ্রেণিকক্ষে প্রায় ৪৪ জন শিক্ষার্থী বসে পাঠ নিতে পারবে।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, “বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় দায়িত্ব নেওয়ার পর বরাকে উন্নয়নের গতি বৃদ্ধি পেয়েছে। আগে বিভিন্ন দফতরে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের আবেদন জানানো হলেও তেমন সাড়া মেলেনি। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে।” তিনি নির্মাণকাজের গুণগত মান রক্ষায় স্থানীয়দের সতর্ক নজরদারির আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারাও বক্তব্য রেখে কাজের সঠিক ও স্বচ্ছ বাস্তবায়নের দাবি জানান। দিগরখাল এলাকার শিক্ষার মানোন্নয়নে নতুন ভবন নির্মাণ যে একটি বড় পদক্ষেপ হয়ে উঠবে—এমন মত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষানুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *