বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : ডিলিমিটেশন সম্পন্ন হওয়ার পর নবগঠিত বড়খলা বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সোনাই ও আলগাপুর বিধানসভা কেন্দ্রের অধীন চাতলা ব্লক এবং তাপাং ব্লকের বৃহৎ অংশ ডিলিমিটেশনের মাধ্যমে বড়খলা বিধানসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত হওয়ায় এই এলাকাগুলিতে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন নিয়ে বিধায়ক ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবে কাজ ব্যাহত হচ্ছিল। ফলে এলাকার বাসিন্দারা উন্নয়নের সুফল থেকে বঞ্চিত ছিলেন। তবে বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে।
এরই অঙ্গ হিসেবে শ্রীকোণা লালমাটি থেকে ইন্দ্রগর পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৮০০টি চা-বাগানে এক কিলোমিটার করে রাস্তার কাজ চলছে।
তিনি আরও বলেন, ডিলিমিটেশনের ফলে বড়খলার অন্তর্ভুক্ত হওয়ায় এই এলাকায় একাধিক উন্নয়নমূলক রাস্তা প্রকল্পের সূচনা হয়েছে। উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে প্রয়োজনীয় জমি ছেড়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।



