কৌশিক রায়কে সংবর্ধনা মৈরা পাইবি অপুনবা লুপ সংগঠনের

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : সম্প্রতি  বিধানসভার শরৎকালীন অধিবেশনে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি ও হোজাই এই চারটি জেলায় মণিপুরি ভাষাকে সরকারিভাবে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য অল অসম মণিপুরি মৈরা পাইবি অপুনবা লুপ সংগঠনের মহিলারা শুক্রবার সকালে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের বাসভবনে গিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন সহ উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। বিধায়ক কৌশিক এই বিধানসভায় মণিপুরি ভাষাকে সরকারিভাবে হিসেবে স্বীকৃতি প্রদানের প্রথম উত্থাপন করেন এবং পরবর্তী বরাকের সব কয়েকজন বিধায়কদেরকে সহমতে সেটা স্বীকৃতি পায়।

বিধায়কের কাছে সংগঠনের শিলচর মধুরাপুলস্থিত কার্যালয়টি নির্মাণের জন্য সাহায্যের কথা উল্লেখ করেন সদস্যরা। বিধায়ক আগামী দিনে তিনি কার্যালয় নির্মাণের কাজে সাহায্য করবেন বলেও আশ্বাস দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত অল আসাম মণিপুরি মৈরা পাইবি অপুনবা লুপ সংগঠনের উপদেষ্টা মণিতন সিংহ, সভাপতি বেণী মিশ্রা, সম্পাদক বিজয়া সিংহ, অমলা সিংহ, নন্দিতা সিংহ, শ্যামলা সিংহ প্রমুখ।

কৌশিক রায়কে সংবর্ধনা মৈরা পাইবি অপুনবা লুপ সংগঠনের
কৌশিক রায়কে সংবর্ধনা মৈরা পাইবি অপুনবা লুপ সংগঠনের

Author

Spread the News