কচুদরমে জয়ী ঝাঞ্ঝারবালি

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : পূর্ব সোনাইর প্রয়াস এনজিও আয়োজিত কচুদরম ফুটবল টুর্নামেন্টে জয়ী ঝাঞ্ঝারবালি যুব সমাজ। শুক্রবার আরডি রায় এইচএস স্কুলের খেলার মাঠে মুখোমুখি বিএস হাইস্কুল দিদারখুশ বনাম ঝাঞ্ঝারবালি যুব সমাজ। ম্যাচে ২-০ গোলে জয়ী হয় ঝাঞ্ঝারবালি যুব সমাজ। ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে জাঞ্জারবালি আমির হুসেন গোল করেন। ৪৬ মিনিটে এজাস।

এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন এজাস। তাঁর হাতে বলেশ্বর রায় স্মৃতি ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন কচুদরম জিপির প্রাক্তন সভাপতি এমইউ মিজানুর রহমান লস্কর ও বোয়ালি হাওর সমবায় সমিতির চেয়ারম্যান সাহিন লস্কর। ম্যাচের সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিএস হাইস্কুল দিদারখুশ দলের ইমানুয়েল। তার হাতে ট্রফি তুলে দেন প্রয়াস সভাপতি নিজাম উদ্দিন লস্কর,  জুনুবাবু লস্কররা। আগামী মঙ্গলবার ম্যাচে মুখোমুখি হবে কচুদরম এফসি বনাম শালচাপড়া এফসি। এদিন ম্যাচ পরিচালনা করেন সালেহ আক্রম, জাহাঙ্গীর আলম লস্কর,  সাহিদ বড়ভূইয়া, সাহার লস্কর।

কচুদরমে জয়ী ঝাঞ্ঝারবালি
কচুদরমে জয়ী ঝাঞ্ঝারবালি
কচুদরমে জয়ী ঝাঞ্ঝারবালি

Author

Spread the News