বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : দাবা খেলায় শারীরিক পরিশ্রম হয় না বটে, তবে মন ও বুদ্ধির বিকাশ হয়। তাই সারা বিশ্বে দাবা আজ অত্যন্ত জনপ্রিয় খেলা। শনিবার শিলচরে দু’দিনের দাবা প্রতিযোগিতার উদ্বোধন করে এই মন্তব্য করেন রাজ্যের খাদ্য ও অসামরিক বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। শহরের আবর্ত ভবন রোডে সামাজিক সাংস্কৃতিক সংস্থা উদ্যোগ আয়োজিত প্রয়াত কৃষ্ণ প্রসাদ রাই মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় তিনি ছিলেন মুখ্য অতিথি।
বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী কৌশিক রায় বলেন, গত চব্বিশ বছর ধরে শিলচরে দাবা প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় প্রতিভার বিকাশে যে প্রয়াস চালিয়ে যাচ্ছে সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা উদ্যোগ, তা অবশ্যই প্রশংসনীয়। নিউ শিলচর এলাকায় ক্রীড়া ক্ষেত্রের বিকাশে একটি স্টেডিয়াম নির্মাণে দাবি জানিয়ে আসছে উদ্যোগ সংস্থাটি।এই দাবি পূরণে উদ্যোগ নেবেন জানান তিনি। সংস্থাটি তাঁর প্রয়াত পিতা কৃষ্ণ প্রসাদ রাইয়ের স্মরণে গত চার বছর ধরে যে দাবা প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে ;সেজন্য সংস্থার কর্মকর্তাদের সাধুবাদ জানান মন্ত্রী কৌশিক।
এর আগে বক্তব্য প্রসঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও সামাজিক সংস্থা উদ্যোগের কাজকর্মের প্রশংসা করে বলেন দাবা খেলায় মস্তিষ্কের বিকাশ হয়।আজকের এই প্রতিযোগিতায় শিলচর সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দাবা খেলায় একমাত্র মেধাশক্তিকে কাজে বিজয় হাসিল সম্ভব। আজকের দিনে সারা বিশ্বেই এই খেলা প্রাধান্য পাচ্ছে। আজকের এই প্রতিযোগিতা থেকেও আগামী দিনে কেউ বিশ্বে ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন। এমন লক্ষ্য নিয়েই খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রাসঙ্গিক বক্তব্যে প্রতিযোগিতার নিয়মাবলী সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেন অনুপকুমার রাই।
শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন সংস্থার সভাপতি গোপাল কান্তি রায় উদ্যোগের দীর্ঘ চব্বিশ বছরের যাত্রাপথ প্রসঙ্গে আলোকপাত করেন। প্রসঙ্গত তিনি আরও উল্লেখ করেন, সংস্থার জন্মলগ্ন থেকেই জড়িয়ে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় উদ্যোগকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন তিনি। উদ্যোগের বিভিন্ন কর্মসূচি নিত্য অংশ নিতেন প্রয়াত বিজেপির বর্ষীয়ান এই নেতা। তাঁর স্মৃতি রোমন্থন করে গোপালকান্তি রায় বলেন, সদ্য প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের শ্রদ্ধা জ্ঞাপনে আজকের অনুষ্ঠানের স্মৃতি মঞ্চ তাঁর নামে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে ছিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রণয় বণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চতপা চৌধুরী।



