পাচারের পথে কটামণি-নাগ্রা পুলিশের হাতে আটক সুপারি বোঝাই সাতটি গাড়ি

বরাক তরঙ্গ, ১২ ডি‌সেম্বর : বিশেষ সিন্ডিকেটের হাত ধরে বহিঃরাজ্য ত্রিপুরা ও মি‌জোরাম থে‌কে অস‌মে কাঁচা সু‌পা‌রি পাচার অব‌্যাহত রয়েছে বলে বিস্তার অ‌ভি‌যোগ। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পাচারের পথে কটামণি-নাগ্রা পুলিশের হাতে ধরা পড়ে বহিঃরাজ্যের সুপারি বোঝাই সাতটি  গাড়ি। অভিযোগ মতে দীর্ঘ দিন থেকে স্থানীয় সুপা‌রির নাম ক‌রে পড়শী রাজ‌্য মি‌জোরাম ও ত্রিপুরা থে‌কে বি‌ভিন্ন বাহন‌যো‌গে কাঁচা সুপা‌রি ঢুক‌ছে অস‌মের ক‌রিমগঞ্জ জেলা সহ বরা‌কের বিভিন্ন স্থানে। বর্তমা‌নে স্থানীয় সুপা‌রির যোগান ক‌মে যাওয়া‌তে বাজা‌রিছড়া এলাকার ক‌ন্টেকছড়া‌স্থিত অস্থায়ী সুপা‌রি মা‌র্কেট বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে।তদুপ‌রিও স্থানীয় বাজা‌রের নাম ভাঙ্গি‌য়ে বাজা‌রিছড়া থানাধীন বি‌ভিন্ন গ্রামিন সড়কে সেফ ক‌রি‌ডোর‌ হিসেবে ব‌্যবহার ক‌রে রা‌তের অন্ধকা‌রে পাশাপাশি দিনের আলোয় পড়শী রাজ‌্য গুলো থে‌কে অস‌মের সীমান্ত টপ‌কে ছোট বড় ল‌রিযো‌গে ব‌হির্রা‌জ্যের সুপা‌রি প্রবে‌শের বিস্তর অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

বাজা‌রিছড়া এলাকার রাঙামা‌টির বা‌লি‌পিপলা জি‌পির তিন‌টি সীমান্ত সড়ক দি‌য়ে বি‌ভিন্ন ল‌রি‌তে ক‌রে ব‌হির্রা‌জ্যের সুপা‌রি রা‌জ্যে প্রবে‌শের য‌থেষ্ট অ‌ভি‌যোগ উঠে‌ছে। এ‌নি‌য়ে পু‌লি‌শের সাফ‌ল্যের খাতায় নিটফল শূণ‌্য। এ‌লাকার চোরাচালান বন্ধ কর‌তে জেলা পু‌লিশ সুপার পার্থপ্রতিম দা‌সের তৎপরতায় সীমান্তবর্তী বা‌লি‌পিপলা জি‌পির তিন‌টি স্থা‌নে স্পেশাল পু‌লি‌শি চে‌কিং গে‌ট নির্মা‌নের কাজ চল‌লেও ফাঁকতা‌লে চল‌ছে পাচার বা‌ণিজ‌্য।ই‌তিম‌ধ্যে সুপা‌রি পাচা‌রের জ‌ড়িত থাকার দা‌য়ে স্থানীয় পু‌লি‌শের দুই কর্মী‌কে অন‌্যত্র বদলও করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে, মঙ্গলবার সকালে ত্রিপুরা দামছড়া হয়ে ফাঁড়ি পথে বাজারিছড়া থানাধীন বালিপিপলা ছলামনা কড়িখাই রুট দিয়ে মিনি লরিতে করে বহিঃরাজ্যের কাঁচা সুপারি পাচারের পথে গোপন সুত্রে পাওয়া খবর উপর ভিত্তি করে এক অভিযান চালিয়ে কটামণি ওয়াচ পোস্ট পুলিশ ও নাগ্রা পেট্টল পোস্টের পুলিশ কর্মীরা গাড়ির পিছু দাওয়া করে মোট সাতটি সুপারি বোঝাই মিন লরি আটক করতে সক্ষম হয়। এতে পুলিশের এহেনো অভিযানকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News