কাশিপুর-নিয়াইরগ্রাম সড়ক ভেঙে গেল, প্লাবিত বহু গ্রাম
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩১ মে : সোনাই বিধানসভা কেন্দ্রের এলাকার বাদ্রীপার জিপির বাদ্রীপার পঞ্চম খণ্ড পুরান গ্রাম জামে মসজিদ সংলগ্ন জনবসতি এলাকায় বাঁধ ভেঙে বরাক নদীর জল অবাধে প্রবেশ করছে। বরাক নদীর জল স্থিতিশীল থাকা অবস্থায় শুক্রবার সকালে হঠাৎ করে বাধটি ভেঙে যায়।
এতে বরাক নদীর জলে নতুন করে প্লাবিত হচ্ছে নিয়াইরগ্রাম, বাগপুর, বাদ্রীপার, মাছপাড়া ইত্যাদি গ্রাম। এটা শুধু বাঁধ নয়, কাশিপুর থেকে নিয়াইরগ্রাম যাওয়ার সড়ক। বর্তমানে নিয়াইরগ্রাম এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা বরাকের জলে প্লাবিত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন গ্রামগুলোর জনগণ। স্কুলে আশ্রয় নিয়েছে বহু পরিবার।