বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে বহু ভাষিক গান মেলা। শুক্রবার সকালে গান মেলার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য এবং বিবেক পোদ্দার।
গান মেলার উদ্বোধন করে মুখ্য অতিথি সাংসদ কণাদ পুরকায়স্থ বলেন, ভাষা শুধু কিছু শব্দের সমাহার নয়, একজন ব্যক্তির পরিচিতি, সভ্যতার প্রতীক, এবং সঙ্গীত এমন এক মাধ্যম যা ভাষা, ধর্ম, অঞ্চল ও সংস্কৃতির সব সীমারেখাকে অতিক্রম করে মানুষের হাদয়কে একসূত্রে গ্রথিত করতে পারে। তিনি বলেন ভারতবর্ষ বহু ভাষা, বহুসংস্কৃতির মিলনভূমি। প্রতিটি ভাষার সঙ্গীতের এক নিজস্ব সৌন্দর্য ও আত্মা রয়েছে।
এই বহুভাষিক সঙ্গীত মেলা সেই বৈচিত্রকে উদযাপন করার এক অনন্য প্রয়াস। আজকের এই মঞ্চে বিভিন্ন ভাষার সুর, তাল ও রাগ একত্রে মিলিত হয়ে আমাদের মনে করিয়ে দেবে যে
ভাষা আলাদা হতে পারে, কিন্তু সুরের ভাষা এক। এই গান মেলা শুধু বিনোদনের জন্য আয়োজন নয়, এটি সাংস্কৃতিক সংযোগ, সামাজিক ঐক্য এবং জাতীয় সংহতির এক শক্তিশালী বার্তা বহন করছে। এর মাধ্যমে তরুণ, প্রতিভাবান শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।
এর আগে বক্তব্য প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য বহু ভাষিক গান মেলার আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন। এধরণের উদ্যোগ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা বহন করবে বলে মনে করেন তিনি। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিবেক পোদ্দার। স্বাগত বক্তব্য পেশ করেন বহু ভাষিক গান মেলা কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ আচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস।


