কামরূপ জেলা আয়ুক্ত কীর্তি জল্লিকে সংবর্ধনা আটটি সাংবাদিক সমিতির
পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : কামরূপ জেলার বিদায়ী আয়ুক্ত কীর্তি জল্লিকে সংবর্ধনা জানাল জেলার আটটি সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার আমিনগাঁওয়ে লোক নির্মাণ অধিদপ্তর মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক কৌশিক দাস গামোচা, জাপি, স্মারক ও ফুলের তোড়া দিয়ে কীর্তি জল্লিকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আজু কামরুপ জেলা কমিটির উপদেষ্টা মুনিন ডেকা, হাজো সাংবাদিক সমিতির সভাপতি গোবিন্দ দাস, বাইহাটা চারিয়ালি প্রেসক্লাবের সভাপতি লক্ষ্মী ডেকা, এপিকে কামরুপ জেলা কমিটির সম্পাদক নীরেন মালি, উপদেষ্টা হিতেন মালি, আমিনগাঁও প্রেস ক্লাবের সম্পাদক নিতোপম মেধী এবং উত্তর গুয়াহাটির জার্নালিস্ট ফোরামের সভাপতি রঞ্জন দত্ত, কামরূপ সাংবাদিক ঐক্য মঞ্চের সভাপতি পুলিন দাস, সম্পাদক মৃণাল ডেকা, সহসম্পাদক জিনটু দাস শুয়ালকুচি সাংবাদিক সংস্থার সভাপতি প্রবীন দাস, সাংবাদিক শৈলেন বৈশ্য, মধুমাধব দাস, অনুপ দাস, মেসের আলি, কমল দাস, হিতেশ কলিতা, আমিন মইনুল, জিয়াউল হক, কামরুপ জেলা জনসংযোগ দফতরের কর্মচারী রাতুল কলিতা ও খবির আলির উপস্থিতিতে জেলা আয়ুক্ত কীর্তি জল্লির দুই বছরের মেয়াদ ও কর্মদক্ষতা নিয়ে বক্তব্য রাখেন।
বিদায়ী কমিশনার গঠনমূলক পরামর্শের জন্য সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান। কমিশনার আরও বলেন, কামরূপ জেলাকে তিনি সর্বদা তার দ্বিতীয় মায়ের বাড়ি হিসেবে রাখবেন। অদূর ভবিষ্যতে আসামের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন কমিশনার হিসেবে কাজ করবেন। অনুষ্ঠানে কামরূপ জেলার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।