এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে মুক্তির দাবিতে ফের উত্তাল কালাইন। এবার শিলচর-গুয়াহাটি ছয় নং জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে গর্জে উঠলেন পড়ুয়ারা। সোমবার সড়ক অবরোধ করে বিনা শর্তে অধ্যক্ষকে মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার স্কুলের শিক্ষিকা শিলু চন্দকে মানসিক নির্যাতনের অভিযোগে পুলিশ আটক করে অধ্যক্ষ সিরাজুল আম্বায়িকে। পরদিন অর্থাৎ গত বৃহস্পতিবার অধ্যক্ষ মুক্তির দাবিতে কালাইন থানা ঘেরাও করে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন পড়ুয়া থেকে বিভিন্ন দল সংগঠনের লোকেরা। ঘটনাস্থলে ছুটে এসেছিলেন কাটিগড়ার সার্কল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলর। এতে সার্কল ম্যাজিস্ট্রেটের আইন অনুযায়ী উপযুক্ত ন্যায় প্রদানের আশ্বাসে আন্দোলনের বন্ধ হলেও, সোমবার ফের সড়ক অবরোধে বসেন পড়ুয়ারা। তারা বিনা শর্তে অধ্যক্ষ’কে মুক্তির দাবিতে সোচ্চার।

এদিকে, জাতীয় সড়কে অবরোধের ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে পুলিশ পড়ুয়াদের টানা-হেচড়া পরিস্থিতিতে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।


