আশ্রম রোডের ওয়াইনশোপ স্থানান্তরিত করার দাবি কৈবর্ত উন্নয়ন পরিষদের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জুন : আশ্রম রোডের ওয়াইনশোপটিকে নিয়ে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। রবিবার কৈবর্ত উন্নয়ন পরিষদের একাংশ নেতারা সাংবাদিক সম্মেলন ডেকে রুবি ওয়াইনশোপটি সন্ধ্যার পর থেকে মদ বিক্রি সহ রাস্তায় বসে তা পান করে যুবকেরা রাস্তায় যাতায়াতকারী মহিলা ও ছাত্রছাত্রীদের সঙ্গে অশ্লীল আচারন আজও অব্যাহত রয়েছে বলে জানান। বিষয়টি জেলা প্রশাসনকে বারবার জানানো সত্বেও কোনও ধরনের সঠিক পদক্ষেপ নিচ্ছেন না, যার কারণে এলাকায় নানান ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, রুবি ওয়াইনশোপের পাশে থাকা বসবাসকারী স্থানীয় মানুষদের ‘নো অবজেকশন’ না দেওয়া সত্বেও কিভাবে চালাচ্ছেন মদের দোকানটি।
বিগত দিনে সমাজসেবী তথা কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত চৌধুরী অযথা অভিযোগ লাগিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অপচেষ্টাকারীদের তীব্র ভাষায় ভাষায় নিন্দা জানান। এদিনের বাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈতব্য উন্নয়ন পরিষদের ব্লক সভাপতি অসিত সরকার, শহর কমিটির সভাপতি অর্জুন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার, সহ-সভাপতি সুবোধ দাস, গিরীন্দ্র দাস, সূর্য্য দাস, প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, জীবন অধিকারী, সুরঞ্জন দাস প্রমুখ।