পাথারকান্দি ফুটবল টুর্নামেন্টে জয়ী কচুবাড়ি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের সোমবার জয়ী হল কচুবাড়ি একাদশ। মুণ্ডমালা খেলার মাঠে তারা ৪-২ গোলে হারায় নয়াবাজার একাদশকে। খেলার প্রথমার্ধ্বের ৭ ও ২১ মিনিটে কচুবাড়ির হয়ে রোনাল্ড খাসিয়া দু’টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। সমতা ফেরানোর লক্ষ্যে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করেন নয়াবাজার দলের খেলোয়াড়রা। পরে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে নয়াবাজার দলের মণি মিয়া একটি গোল করে গোলের ব্যবধান কমিয়ে আনেন। মাত্র তিন মিনিটের ব্যবধানে কচুবাড়ির হয়ে গোল করেন পিন্টু খাসিয়া। ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ৩-১। পরে চলে বল দখলের লড়াই। দ্বিতীয়ার্ধের তেইশ মিনিটে নয়াবাজার দলের হয়ে মনসুর আহমদ আরেকটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন।
কিন্তু শেষ রক্ষা হয়নি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৬ মিনিটে কচুবাড়ি দলের হয়ে আনসারি আলি শেষ গোল করে দলকে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ করে দেন। এ দিনের ম্যাচ পরিচালনা করেন সোনা সিনহা, অভিজিৎ সিনহা ও সুমন আহমদ। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুৰ্থ ম্যাচে ত্রিপুরার রাইনো এফসি একাদশ খেলবে রাতাবাড়ি এমএমসির বিরুদ্ধে।