আরজি কর কাণ্ড : দোষীদের ফার্স্ট ট্রেক কোর্টের বিচার চাইল আকসা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : কলকাতার আরজি কর চিকিৎসা মহাবিদ্যালয় কাণ্ডের যাবতীয় তথ্য ও প্রমান লোপাট করার জন্য সচেষ্ট হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ৯ আগস্ট যার পরোক্ষ মদতে এই অভিশপ্ত ঘটনা সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন আকসা প্রমুখ রূপমনন্দী পুরকায়স্থ। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রূপমবাবু জানান, সন্দীপ ঘোষ সম্পূর্ণ একজন বিকৃত মস্তিষ্কের লোক। এতবড় দায়িত্বে থাকা সত্ত্বেও আরজি কর চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সংঘটিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদদে সেটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আকসার নেতা। ফরেনসিক রিপোর্ট আসার পর সঙ্গে সঙ্গে ময়নাতদন্ত করে তাঁর অন্তিম সংস্কার করা হয়েছে। পশ্চিমবঙ্গে চলে থাকা চিকিৎসক আন্দোলনকে কুর্নিশ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের ফার্স্ট ট্রেক আদালতের আওতায় আনার আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে, সিবিআই এর কার্যপ্রণালীকে সাধুবাদ জানিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিভিন্ন গোপন তথ্য আকসার হাতে উঠে এসেছে বলেও এদিন জানিয়েছেন রূপম নন্দী পুরকায়স্থ।দেশ চাইছে আরজি কর কাণ্ডের বিচার হোক। অথচ মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে সমস্ত কাজ সংঘটিত হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের ইশারায় ঘটনার তথ্য ও প্রমান লোপাট করার বিষয়টির নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের ফাঁসি সহ মমতা ব্যানার্জিকেও ফার্স্ট ট্রেক আদালতের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন আকসার সদস্যরা।

আরজি কর কাণ্ড : দোষীদের ফার্স্ট ট্রেক কোর্টের বিচার চাইল আকসা
আরজি কর কাণ্ড : দোষীদের ফার্স্ট ট্রেক কোর্টের বিচার চাইল আকসা

Author

Spread the News