জুবিন গর্গ মৃত্যু মামলা : আগামীকাল চার্জশিট দাখিল, মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ মন্তব্য

ডিব্রুগড়ে পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : জুবিন গর্গের মৃত্যুর তদন্তে বড় অগ্রগতি। আগামীকাল অর্থাৎ ১২ ডিসেম্বর এসআইটি চার্জশিট দাখিল করবে। এর আগে বৃহস্পতিবার ডিব্রুগড়ে সাইকেল বিতরণ অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এ কথাগুলো জানান। চার্জশিট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “চাইর্জশিট এসআইটি দাখিল করবে। আদালত তা পরীক্ষা করবে। দোষীকে আদালতই শাস্তি দেবে। ন্যায়বিচারের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে—সবারও রাখা উচিত। কাল থেকে পুলিশের কাজ শেষ, আদালতের কাজ শুরু হবে। আমি বিশ্বাস করি, আদালত অবশ্যই ন্যায় নিশ্চিত করবে।”

দু’দিনের সফরে ডিব্রুগড়ে এসে মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় নবম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু, মন্ত্রী বিমল বরা, প্রশান্ত ফুকন, যোগেন মহন এবং ডিব্রুগড় জেলার সকল বিধায়ক। এছাড়া শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোঁওয়রও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে ৬ জন শিক্ষার্থীকে সাইকেল প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *